বাংলার ভোর প্রতিবেদক
যশোর থেকে প্রকাশিত দৈনিক ‘সত্যপাঠ’ নির্বাহী সম্পাদক ও বিএফইউজে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য সৈয়দ শাহাবুদ্দিন আলমের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বাদ জোহর আব্দুস সামাদ মেমোরিয়াল একাডেমি মাঠে নামাজে জানাজা শেষে কারবালা কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে। এর আগে বেলা সাড়ে ১২ টায় প্রেসক্লাব যশোর প্রাঙ্গনে ও বেলা ১টায় দৈনিক সত্যপাঠ অফিসের সামনে তার মরাদেহ আনা হলে সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে কফিনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে প্রেসক্লাব যশোর, যশোর সংবাদপত্র পরিষদ, যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে), সাংবাদিক ইউনিয়ন যশোর, জেলা সাংবাদিক ইউনিয়ন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখা, দৈনিক বাংলার ভোর, দৈনিক স্পন্দন, গ্রামের কাগজ, লোকসমাজ, সমাজের কথা, দৈনিক রানার, দৈনিক সত্যপাঠ, জাসদ, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, কিংশুক সংগীত শিক্ষা কেন্দ্র, সুরধুনী যশোরসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তি।
এছাড়া তার নামাজে জানাজায় অংশগ্রহণ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি শ্রদ্ধা জানান বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, এপিপি আনিসুর রহমান মুকুল, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, জাতীয় খেত মজুর সমিতি জেলা কমিটির জিল্লুর রহমান ভিটু, তসলিমুর রহমান, জাসদের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল আলম, জেলা কমিটির সাধারণ সম্পাদক অশোক রায়, সুরধুনীর যশোরের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক অ্যাড. মাহামুদ হাসান বুলু, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর বাবু, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম উদ দ্দৌলা, সাধারণ সম্পাদক ও গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, কোষাধ্যক্ষ ও দৈনিক স্পন্দন’র নির্বাহী সম্পাদক মাহাবুব আলম লাভলু, দৈনিক বাংলার ভোরের প্রকাশক ও সম্পাদক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতি, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান, সাবেক সভাপতি আমিনুর রহমান মামুন, সাজ্জাদ গনি খান রিমন, মনোতোষ বসু, বর্তমান সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ, সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম আর মিলন প্রমুখ।
সৈয়দ শাহাবুদ্দিন আলম (৬৩) হৃদরোগে আক্রান্ত হয়ে গত বুধবার বিকেলে ইন্তেকাল করেছেন (ইন্না লিল¬াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার বিকেলে শারীরিকভাবে অসুস্থ অনুভব করলে তিনি নিজেই যশোর জেনারেল হাসপাতালে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, কন্যা এবং নাতনীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। মহান স্বাধীনতা যুদ্ধে ১৯৭১ সালের ৪ এপ্রিল যশোর গণহত্যা দিবসে তার পিতা বিশিষ্ট আইনজীবী সৈয়দ আমীর আলী এবং তার তিন সন্তান সৈয়দ নুরুল ইসলাম বকুল, সৈয়দ আজিজুল হক মুকুল ও সৈয়দ শফিকুর রহমান জাহাঙ্গীর পাক হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে নিহত হন।