শ্রীপুর সংবাদদাতা
মাগুরার শ্রীপুরে নির্মিত খড়িচাইল কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে। আজ বিকেলে মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন। এই কমিউনিটি ক্লিনিক নির্মাণে ব্যয় হয়েছে ২৫ লাখ টাকা।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ শামীম কবির, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ মহল, জেলা স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জহির রায়হান, সহকারী প্রকৌশলী এনামুল হক, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশরাফুজ্জামান নিটন, শ্রীকোল ইউনিয়ন চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি প্রমুখ।