শ্রীপুর সংবাদদাতা
মাগুরার শ্রীপুরে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস নিয়ে সমর কান্তি বিশ্বাস (৪৯) নামে এক এনজিও কর্মীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার খামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই এনজিও কর্মী যশোর জেলার অভয়নগর উপজেলার বেদভিটা গ্রামের বাসিন্দা। তিনি শ্রীপুর উপজেলার খামারপাড়া ব্র্যাক অফিসে কর্মসূচি সংগঠক হিসেবে চাকরি করতেন।
এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ তাসমীম আলম জানান, মৃতদেহটি উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।