বাংলার ভোর প্রতিবেদক
যশোরে শ্রীরামকৃষ্ণদেবের ১৮৯তম জন্মতিথি ও বার্ষিক উৎসব উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের মাঠে আজ (বুধবার) দ্বিতীয় দিনের এই আয়োজনে সভাপতিত্ব করেন রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশনন্দ মহারাজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ, সম্মানিত অতিথি যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার) পিপিএম, বিশেষ অতিথি ভারত কলকাতা বাগবাজার মাসিক উদ্বোধনী সম্পাদক স্বামী কৃষ্ণনাথানন্দ মহারাজ, চাঁদপুর জেলা বাবুরহাট কলেজের সহকারী অধ্যাপক শ্রীমতি সমিতা বিশ্বাস প্রমুখ।
শ্রীরামকৃষ্ণদেব’র জীবনী ও কর্ম নিয়ে আলোচনা করা হয়। শ্রীরামকৃষ্ণদেবের ১৮৯ তম জন্মতিথি ও বার্ষিক উৎসবকে কেন্দ্র করে রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন, যশোরে তিনদিন ব্যাপী এই অনুষ্ঠানের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ সমাপনী অনুষ্ঠান রয়েছে।