বাংলার ভোর প্রতিবেদক
রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন, যশোরের আয়োজনে রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশনন্দের (মহারাজ) সভাপতিত্বে শ্রীরামকৃষ্ণদেবের ১৮৯তম জন্মতিথি ও বার্ষিক উৎসব উপলক্ষে আলোচনা সভা রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক সাধন রঞ্জন ঘোষ, যশোর সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, যশোর এমইউসি ফুডসের ব্যাবস্থাপনা পরিচালক শ্যামল দাসসহ ভারতীয় বিভিন্ন রামকৃষ্ণ ভক্ত উপস্থিত ছিলেন৷
শ্রীরামকৃষ্ণদেবের ১৮৯ তম জন্মতিথি ও বার্ষিক উৎসবকে কেন্দ্র করে আজ (বৃহস্পতিবার) রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন, যশোরে তিন দিনব্যাপি ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানমালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।