Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মুসাব্বির হত্যার প্রতিবাদে যশোরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
  • দৈনিক নতুন সকালের বার্তার প্রকাশনা উদ্বোধন
  • সন্তানদের মধ্যে স্বপ্ন বুনে দিতে অভিভাবকদের আহবান জানালেন নার্গিস বেগম
  • রোববার থেকে বেসরকারি খাতে চলবে বেনাপোল-খুলনা-মোংলা কমিউটার ট্রেন
  • সংখ্যালঘুদের বাংলাদেশী ভাবার আহ্বান অমিতের
  • সংসদ নির্বাচন উপলক্ষে যশোরে জাতীয় মহিলা পার্টির মতবিনিময়
  • যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড, জনমনে আতঙ্ক
  • যশোরে স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মতিথি উদযাপিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জানুয়ারি ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
Uncategorized

সংখ্যালঘুদের বিষয়ে ধর্মীয় নেতাদের খোলাখুলি আলোচনার আহ্বান

ধর্মীয় নেতাদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক ড. ইউনূস
banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ৬, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর ডেস্ক
সংখ্যালঘুদের বিষয়ে তথ্য সংগ্রহে ধর্মীয় নেতাদের খোলাখুলি আলোচনার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, যাতে প্রকৃত অপরাধী শাস্তি পায় এবং মানুষ আনন্দিত হয় যে তাদের অভিযোগের প্রতিকার হয়েছে। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে ধর্মীয় নেতাদের সঙ্গে মত বিনিময়ের শুরুতে তিনি এ কথা বলেন। দেশের চলমান পরিস্থিতিতে ‘জাতীয় ঐক্য’ প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের এদিন ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনায় বসেছেন প্রধান উপদেষ্টা। এর আগে মঙ্গলবার সংলাপের অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া ছাত্রনেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। এদিনের সংলাপের শুরুতে প্রধান উপদেষ্টা সাম্প্রতিক ঘটনাবলীর সত্যতা যাচাইয়ের জন্য তথ্যপ্রবাহের নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে জোর দেন এবং দোষীদের শাস্তির আওতায় এনে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করেন।
একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমানেই সমস্যার সমাধান করতে হবে, ভবিষ্যতের জন্য অপেক্ষা নয়। প্রধান উপদেষ্টা শপথ গ্রহণের সময়ের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ‘আমি সবার কাছে আন্তরিক আহ্বান জানিয়েছিলাম। বলেছিলাম, আমরা একটি পরিবার। আমাদের ধর্ম, মত, রীতিনীতি ভিন্ন হতে পারে, কিন্তু আমরা একই পরিবারের সদস্য। শত পার্থক্য সত্ত্বেও আমরা পরস্পরের শত্রু নই। জাতীয়তা ও পরিচয়ের প্রশ্নে আমরা একসাথে। আমরা বাংলাদেশি, এক পরিবারের অংশ।’ ‘শপথ নেওয়ার পর থেকেই সংখ্যালঘুদের ওপর অত্যাচারের খবর শুনতে পেলাম। এতে মন খারাপ হয়ে গেল। এরপর আমি ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে একই কথা বললাম। বললাম, সবার সমান অধিকার । সংবিধান আমাদের সেই অধিকার দিয়েছে। নাগরিক হিসেবে এটা আমাদের প্রাপ্য, আর রাষ্ট্রের দায়িত্ব তা নিশ্চিত করা। আমরা আন্তরিকভাবে চেষ্টা করেছিলাম যেহেতু রাষ্ট্রের দায়িত্ব আমাদের হাতে, এটা আমাদেরই দায়িত্ব নিশ্চিত করা। সংবিধান নাগরিককে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বগুলো তার কাছে পৌঁছে দেওয়া।‘’
এরপরও সংখ্যালঘুদের ওপর হামলার খবরের কথা তুলে ধরে তিনি বলেন, “আমি সবার সঙ্গে বসেছিলাম এবং আলোচনা করেছি কীভাবে এটা থেকে পাওয়া যায়।’’
দুর্গাপূজার সময়ের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ‘‘আমাদের নিশ্চিত হতে হবে যেন হিন্দু সম্প্রদায়ের ওপর কোনো হামলা না হয়। সবাই এ বিষয়ে আন্তরিক ছিল। কয়েক হাজার পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপিত হয়েছে। তবে তাঁতীবাজারে একটি ককটেল হামলার ঘটনা ঘটেছিল। সেটিই একমাত্র ঘটনা। এতে কিছুটা তৃপ্তি পেয়েছিলাম যে একসাথে আনন্দ সহকারে উৎসব উদযাপন করতে পেরেছি।’’
তিনি বলেন, ‘‘এখন আবার নতুন কথা সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছেৃ। বিদেশি প্রচারমাধ্যমে এটি প্রচারিত হচ্ছে। আমি খোঁজ নিচ্ছি, কেন এমন হচ্ছে। আসলে ঘটনাগুলো সত্যি না কি ভুল তথ্য প্রচারিত হচ্ছে?
”আমি খোঁজ নিচ্ছি কেন হচ্ছে, কী হচ্ছে, হচ্ছে না কি হচ্ছে না। না কি তথ্য আমরা পাচ্ছি, তা ভুল। কাজেই সেই তথ্যের উপর ভরসা করে বসে থাকলে, অন্ধের মত বসে থাকা। তথ্যর মধ্যে গড়মিল কেন? ওরা যা বলছে তা মিথ্যাচার. না আমরা যা বলছি তা মিথ্যাচার, সত্যটা কোথায়।
“প্রকৃত তথ্য জানতে অনেক সময় সরকারি দপ্তরের উপর ভরসা রাখা যায় না। কর্তা যা চায় সেভাবেই বলে। আশঙ্কা কথা মন খুলে বলতে চায় না, কর্তা নারাজ হবে। ”আমি আসল খবর জানতে চাই, সেই প্রক্রিয়াটি প্রতিষ্ঠিত করতে চাই। শুধু আজকের জন্য না।‘‘
তিনি বলেন, “ঘটনা ঘটতে পারে তাতক্ষণিকভাবে খবর পাওয়া যায়, যেদিক থেকেই হোক। দোষী দোষীই, তাকে বিচারের আওতায় আনতে হবে।‘‘
মুহাম্মদ ইউনূস বলেন, ”প্রথম কথাটা হল না হওয়ার পরিবেশ সৃষ্টি করা। আর হয়ে গেলে তাৎক্ষণিক প্রতিকারের ব্যবস্থা করা। আমি যা বলছি তা দেশের বেশির ভাগ মানুষ মনে করে। আমরা এক পরিবারের মানুষ হিসেবে সামগ্রিকভাবে দায়িত্ব পালন করতে পারি। সেখানে তথ্য ও প্রতিকার হল বড় বিষয়।
”আমি পেলাম তথ্য কিন্তু প্রতিকার পেলাম না। সমস্যা হয়ে গেলে সমাধান করতে হবে। আজকের আলোচনা খোলাখুলি, আমরা সবাই আলোচনা করব। আমাদের লক্ষ্যে কোনো গোলমাল নেই। তথ্য প্রবাহ কীভাবে পাব, দোষীকে কীভাবে ধরব, যাতে সবাই সঠিক তথ্যটা পেয়ে যায়। এমন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, যার নাম দিয়েছি নতুন বাংলাদেশ।
”এটা আমাদের করতে হবে। আপনাদের কথা বলে সন্তুষ্ট করে আজকের মত বিদায় দিলাম তা নয়। এটা দ্রুত করতে হবে। ভবিষ্যতের দিকে তাকিয়ে দেখলে হবে না, আমাদের বর্তমানেই করে যেতে হবে। এটিই আমাদের নতুন বাংলাদেশের উদ্দেশ্য।”

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

অভয়নগরে ঘের চাষির মরদেহ উদ্ধার

ডিসেম্বর ২১, ২০২৫

যশোরে ইয়াবাসহ নারী আটক

ডিসেম্বর ১১, ২০২৫

এম এ রশিদের ৮ম মৃত্যুবার্ষিকী আজ

ডিসেম্বর ৮, ২০২৫

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.