বাংলার ভোর প্রতিবেদক
যশোরে নদী দখল ও সমবায় সমিতির নেতাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। আজ (বুধবার) বেলা ১২টার দিকে প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলনে করেন খালঘাট পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক তুহিন খান।
লিখিত বক্তব্যে তুহিন খান বলেন, খালঘাট পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতির ছেলে সাবেক সেনা সদস্য মহিবুল ইসলাম খান সাগর সমিতির অফিস আসবাবপত্র এমনকি আর্থিক কর্মকান্ড জবর দখলের চেষ্টা করে আসছে। ব্যবস্থাপনা কমিটির সদস্যরা সাগরের জবর দখল প্রতিহত করার চেষ্টা করে। বিষয়টি উপজেলা প্রকৌশলী ও জেলা প্রকৌশলীকে অবহিত করা হয়েছে। এতে মহিবুল ইসলাম খান সাগরসহ তার সহযোগিরা ক্ষিপ্ত হয়ে মোবাইলফোনে ন খুন গুমের হুমকিসহ অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডাইরী করা হয়েছে।
তুহিন খান আরও বলেন, পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির কমিটির দুইজনের নামে কাটাখাল বাওড়ের ৪০ লক্ষ টাকা লুটের অভিযোগ করেছে সাগর। অভিযোগ করেই ক্ষান্ত হয়নি সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে বানোয়াট সংবাদ পরিবেশন করিয়েছে। অথচ বসুন্দিয়া, জঙ্গলবাধাল, ঘোপেরডাঙ্গী, খুনী, দলনঘাট দিয়ে প্রবাহিত ভৈরব নদ নাম পরিবর্তন কাটাখাল নাম দিয়ে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্টেও আওতায় অবৈধভাবে মাছ চাষ করছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খালঘাট পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সহ-সভাপতি রফিকুর ইসলাম খান, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, সদস্য কৃপানন্দ ঘোষ, আব্দুল জব্বার প্রমুখ।