বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলার চুড়ামনকাটি, হৈবতপুর ও কাশিমপুর ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ সাধারণ মানুষের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল। মঙ্গলবার বিকেলে চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদ মাঠে তিনি মতবিনিময় সভা শুরু করেন। তারপর হৈবতপুর ও কাশিমপুর ইউনিয়নে মতবিনিময় সভা করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার বিপুল বলেন, আমি বিজয়ী হলে প্রশাসক নয়, সেবকের ভূমিকায় দায়িত্ব পালন করবো। উপজেলাবাসী বিপদ-আপদে সব সময় পাশে থাকবো। সুখ-দুখের সাথী হিসেবে পাশে পাবেন। করোনাকালে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যানের দায়িত্বে থাকা অবস্থায় সেই প্রমাণ দিয়েছি। সন্ত্রাস, চোরাকারবার, মাদকমুক্ত উপজেলা গড়বো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার সারথী হিসেবে সবাই পাশে পাবেন। প্রতিটি নাগরিক তার উপযুক্ত সম্মান পাবেন। কেউ অসম্মানিত হবেন না। উপজেলাবাসীর ভবিষ্যতের কথা চিন্তা করে সবাইকে দোয়াত কলম প্রতীকের ভোট দেয়ার অনুরোধ জানান তিনি।
চুড়ামনকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান রমজানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দাউদ হোসেন দফাদার।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা শ্রমিকলীগের অর্থ সম্পাদক মোফাজ্জেল হোসেন, চুড়ামনকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান মনি, লাভলু চাকলাদার, চুড়ামনকাটি ইউনিয়ন যুবলীগের আহবায়ক মাহবুব হাসান রানু, চুড়ামনকাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক জাকির হোসেন দ্বারা, যুগ্ম-আহবায়ক মামুন হোসেন, যুগ্ম-আহবায়ক সুমন হোসেন, ইউপি সদস্য তহিদুল ইসলাম, দিপু চাকলাদার, মোস্তফা, বিএম ফিরোজ, আব্দুল মান্নান, আনিচুর রহমান, রওশন আলী, গিয়াস উদ্দিন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নাজমা বেগম, মনোয়ারা খাতুন, রেশমা বেগম, চুড়ামনকাটি বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ দিপু, ইউনিয়ন যুবলীগের সদস্য সবুজ হোসেন, মঞ্জুর হাসান লিপু, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সদস্য আব্দুল্লাহ, কুতুব উদ্দিন, আব্দুল আলিম, মোহাম্মদ লাল্টু, ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি তানভীর রকসি ও ছাত্রলীগ নেতা হাসিবুজ্জামান।
এরপর কাশিমপুর বাজারে মতবিনিময় সভা করেন আনোয়ার হোসেন বিপুল। কাশিমপুর ইউনিয়ন আওয়ামী সভাপতি শাহিদুজ্জামান শহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মতিয়ার রহমানের সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম। এ সময় বিভিন্ন ওয়ার্ডের সাধারণ ও সংরক্ষিত ইউপি সদস্যবৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দসহ যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া হৈবতপুর ইউনিয়নের বেনিয়ালী ও উত্তর নলিতাদহ গ্রামে সাধারণ মানুষের সাথে মানুষের সাথে মতবিনিময় সভা করেন তিনি। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হৈবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সিদ্দিক। বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল হক বিশ্বাস ও ইউপি সদস্য আলমগীর হোসেন। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।