শুরু হলো নতুন বছর। বিগত দিনের ভুল-ভ্রান্তি, ব্যর্থতা ও হতাশাকে দূরে ঠেলে সামনের দিকে এগিয়ে চলার নতুন ও ইতিবাচক পরিবর্তনকে গ্রহণ করার এখনই সময়। সে সময়ের যাবতীয় অর্জন আমাদের সম্মুখ যাত্রার শক্তিশালী সোপান হোক। একই সাথে নববর্ষে আমরা একে অন্যের প্রতি বাড়িয়ে দিই সহযোগিতার হাত ইংরেজি ‘নববর্ষ- ২০২৪’-এ প্রত্যাশা করি।

-সম্পাদক
Share.
Exit mobile version