যবিপ্রবি সংবাদদাতা
দেশব্যাপী চলমান সহিংসতা, হামলা, ভাংচুর ও ডাকাতি প্রতিরোধে কাজ করছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দেশের সার্বিক নিরাপত্তার কাজে বাংলাদেশ পুলিশ না ফেরা পর্যন্ত এ সকল কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
জানা যায়, গত ৫ আগস্ট বিকেল থেকে সারাদেশে ঘটে চলা সহিংসতা প্রতিরোধ করতে যবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা একটি সমন্বয়ক দল গঠন করে শহরের চাঁচড়া, মুড়লীর মোড়, খাজুরা, সাজিয়ালি, চৌগাছা, ঝিকরগাছাসহ বিভিন্ন স্কুল কলেজে গিয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষের সাথে কথা বলছে ও সচেতনতা সৃষ্টি করছে। একইসাথে শিক্ষার্থীদের সাথে সমন্বয় করে সহিংসতা প্রতিরোধ কমিটি গঠন করেছে।
এ বিষয়ে যবিপ্রবির বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মাসুম বিল্লাহ বলেন, সহিংসতা প্রতিরোধে বিভিন্ন এলাকা ভিত্তিক টিম তৈরি করছি। যেকোনো সময় হামলা হলে আমরা তথ্য পেলে ওই এলাকার টিমকে পাঠিয়ে দেয়।
উল্লেখ্য, গত তিনদিন যাবত যশোর জেলার বিভিন্ন এলাকায় গিয়ে এসব বিষয়ে জনসংযোগ করেছেন যবিপ্রবি শিক্ষার্থীরা।