বিবি প্রতিবেদক
নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে যশোর-৩ (সদর) আসনে নৌকা প্রতীকের প্রার্থী কাজী নাবিল আহমেদের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ায় ও সাংবাদিকদের হুমকি দেয়ায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেই দুই শিক্ষককে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। যশোর সদর-৩ আসনের দায়িত্বে থাকা যুগ্ম জেলা ও দায়রা জজ শম্পা বসু বুধবার তাদেরকে শোকজ করেন। গতকাল বিকেল চারটায় যশোরের জেলা ও দায়রা জজ আদালতের কনফারেন্স রুমে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিয়েছেন।
শিক্ষকদ্বয় হলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফেশারিশ এন্ড মেরিন বায়োসাইন্স বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুস সামাদ ও পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. সাইবুর রহমান মোল্লা। তারা দুইজনেই নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কাছে ব্যাখ্যা দিয়েছেন। তাদের মধ্যে আব্দুস সামাদ সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিয়েছেন। অপরজন ড. সাইবুর রহমান মোল্লা ঢাকাতে অবস্থান নেয়ায় তিনি ভার্চুয়ালি মোবাইলের ভিডিও কলের মাধ্যমে ব্যাখ্যা দিয়েছেন। তারা দুজনেই অনুসন্ধান কমিটির কাছে বলেছেন তাদের এ ভুল অনাকাক্সিক্ষত। এমনটি আর করবেন না। একই সাথে তারা নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।
প্রসঙ্গত, গত দুই ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোর শহরের পাইপপট্টি মোড়ে যশোর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী কাজী নাবিল আহমেদের নির্বাচনী পথসভায় আওয়ামী লীগের প্রার্থী কাজী নাবিলের সঙ্গে তারা উপস্থিত ছিলেন। এর মধ্যে আব্দুস সামাদ নৌকা প্রতীকে ভোট চেয়ে বক্তব্য দেন। এই বিষয়ে আব্দুস সামাদের কাছে বক্তব্য নিতে চাইলে এই কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আব্দুস সালাম তার ভাই জানিয়ে সাংবাদিককে হুমকি দেন। ওই সময় আব্দুস সামাদ বলেন, ‘নিউজ করলে ভালো হবে না। এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই নিউজটা করলে ভালো হবে না। এই নিউজটা আপনি করবেন না। আপনার অবস্থা ভালো হবে না। এক্ষুনি নাবিল ভাইয়ের কানে পৌঁছে দিচ্ছি। এই নিউজ করে কেউ কিছু করতে পারবে না।’ যা নিয়ে সমালোচনার ঝড় উঠে। বিভিন্ন পত্রপত্রিকা ও টেলিভিশনে সংবাদ প্রকাশ হয়। বিষয়টি নজরে আসে নির্বাচনী অনুসন্ধান কমিটির। পরে কমিটি তাদেরকে শোকজ করে।
শিরোনাম:
- বুদ্ধিজীবী দিবসের আলোচনা জামায়াত নেতৃবৃন্দ
- যশোরে সড়কে গেল যুবকের প্রাণ
- যশোরের এসপির সাথে ব্যবসায়ীদের মতবিনিময়
- দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে পারে বিএনপি : অমিত
- শহীদ বুদ্ধিজীবী দিবস গভীর শ্রদ্ধায় যশোরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ
- যশোরে দুদকের জালে ক্ষমতার আবর্তে থাকা এমপি মন্ত্রী আমলারা
- যশোরে বিজয় দিবসের উৎসবে গান আর নাচে মুখর টাউন হল ময়দান
- বুদ্ধিজীবী দিবসে জেলা প্রশাসনের আলোচনা সভা
