পাইকগাছা সংবাদদাতা
খুলনা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হাসান বাপ্পী বলেছেন, আমি বিজয়ী হলে সংসদীয় এলাকায় কাউকে ডন বানাবো না, বরঞ্চ সাংবাদিকসহ সমাজের প্রতিনিধিত্বশীল ব্যক্তিদের সাথে নিয়ে কাজ করে যাবো।
তিনি রোববার দুপুরে পাইকগাছা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ মন্তব্য করেন। তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নে দেশ-জাতির কল্যাণে আমরা কাজ করে যাচ্ছি।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল আমাকে মনোনয়ন দিয়ে দুর্গম এ অঞ্চলে উন্নয়ন কাজ করতে পাঠিয়েছেন। এ সময় তিনি উন্নয়ন কাজ ও সমাজের কল্যানে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অনুরোধ করেছেন।
জাতীয় নির্বাচনে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে মতামত দিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, সুন্দরবন ঘেষা (পাইকগাছা-কয়রা) উপকূলীয় এ সংসদীয় এলাকায় নদী ভাঙন রোধ, টেকসই ভেঁড়িবাধ নির্মাণ, সুপেয় পানি ব্যবস্থাপনাসহ অ-সমাপ্ত উন্নয়ন কর্মকাণ্ডে ভূমিকা রাখবেন।
আ.লীগের নাম উল্লেখ না করে তিনি আরোও বলেন, একটি রাজনৈতিক দলের দুষ্টরা বাদে যে সব কর্মী ও সমর্থরা এলাকার মানুষের সাথে মিশে আছে, আমরা তাদের অধিকার বঞ্চিত করব না, বরঞ্চ তাদের নিরাপত্তা দিয়ে রাখব।
এছাড়া নির্বাচনের পরিবেশ যাতে বিঘ্নিত না হয় সে জন্য যাদের নামে কোন মামলা নেই, সেসব নিরাপরাধ ব্যক্তিদের গ্রেফতার করে হয়রানি না করতে সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।
মতবিনিময়কালে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক ডা. আব্দুল মজিদ, সদস্য সচিব এসএম ইমদাদুল হক, সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামূল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, আইনজীবী সমিতির সভাপতি জেলা বিএনপি নেতা অ্যাড. আ. সাত্তার, পৌর সাধারণ সম্পাদক কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, তুষার কান্তি মন্ডল, লিটু মিয়া খাঁন, মোস্তফা মোড়ল, সেলিম রেজা লাকি, রুহুল কুদ্দুস, টুকু, শহীদ, ছাত্রনেতা রাশেদুজ্জামান প্রমুখ।

