কেশবপুর পৌর সংবাদদাতা
৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায়সাইক্লিংয়েসারাদেশের ভেতর মেয়েদের মধ্যে আবারও প্রথম স্থান অধিকার করেছে কেশবপুরের প্রিয়া খাতুন। রোববার বিকেলে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় যশোরের কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী প্রিয়া খাতুন অংশ নিয়ে দেশসেরা হয়ে স্বর্ণপদক অর্জন করে। আজ ২৭ ফেব্রুয়ারি তার হাতে দেশসেরার পুরস্কার তুলে দিবেন আয়োজক কর্তৃপক্ষ।

এর আগে সে উপজেলা, জেলা, বিভাগ ও খুলনা-বরিশাল বিভাগের গোলাপ অঞ্চল থেকে জয়লাভের পর চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয়। সাইক্লিংয়ে সারাদেশের ভেতর মেয়েদের মধ্যে প্রিয়া খাতুনের প্রথম হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএসএম জিল্লুর রশীদ।

গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু বলেন, তার বিদ্যালয়ের ছাত্রী প্রিয়া খাতুন কেশবপুর উপজেলার রাজনগর বাকাবর্শী গ্রামের শাহজাহান মোড়ল ও লাকি বেগমের মেয়ে। বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শহিদুল ইসলাম বলেন, ২৭ ফেব্রুয়ারি প্রিয়া খাতুনের হাতে দেশসেরার পুরস্কার তুলে দেবে কর্তৃপক্ষ।

প্রিয়া খাতুন তার এ সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

এ ব্যাপারে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, গতবছর রাজশাহীতে অনুষ্ঠিত ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় প্রিয়া খাতুন সাইক্লিংয়ে দেশসেরা হয়। প্রিয়ার এ সাফল্যের কারণে এবার প্রতিযোগিতায় অংশ নেয়ার আগে তাকে একটি রেসলিং সাইকেল উপহার দেয়া হয়।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version