বাংলার ভোর প্রতিবেদক
যশোরের সাগরদাঁড়ি মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের ২০১৭ থেকে ২০২১ সালের এসএসসি ব্যাচের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১৩ই এপ্রিল) সূর্যোদয় নামে স্বেচ্ছাসেবী সংগঠন উক্ত স্কুল থেকে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে পড়াশুনার সুযোগ পাওয়া শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাগরদাঁড়ি মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কাশেম। যে সব কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে তারা হলেন, সুরাইয়া ইয়াসমিন (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ), আফিয়া সুলতানা মিম (আর্মড ফোর্স মেডিকেল কলেজ), শোভন নন্দী (সাতক্ষীরা মেডিকেল কলেজ), শুভ সাহা (ঢাকা বিশ্ববিদ্যালয়), প্রলয় সিংহ (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়), জি এম সাইফুল ইসলাম (রাজশাহী বিশ্ববিদ্যালয়), অমৃতা ঘোষ (খুলনা বিশ্ববিদ্যালয়), প্রেমা চৌধুরী (খুলনা বিশ্ববিদ্যালয়), শুভ কুমার হালদার (খুলনা বিশ্ববিদ্যালয়), অনিমা আক্তার (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), দিপ্তি হরি (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), পূজা সিংহ (বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়), তমা দেবনাথ (জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়), মুজাহিদ রহমান সোহান ( বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), সুমাইয়া সুলতানা সেতু (খুলনা বিশ্ববিদ্যালয়), নাজমুল ইসলাম (বরিশাল বিশ্ববিদ্যালয়)।
উল্লেখ্য, সূর্যোদয় একটি অরাজনৈতিক, অসাম্প্রদায়িক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। করোনা কালীন সময়ে প্রতিষ্ঠিত এই সংগঠনটি শুরু থেকে এ যাবৎ কাল অনেক সামাজিক, সাংস্কৃতিক, কার্যক্রম পরিচালনা করে আসছে। করোনা কালীন সময়ে অসহায় মানুষের জন্য খাদ্য সামগ্রী বিতরণ, বৃক্ষ রোপণ কর্মসূচি, ফ্রী মেডিকেল ক্যাম্প, স্কুলভিত্তিক কুইজ প্রতিযোগিতা, ভ্যাকসিন নিবন্ধন ক্যাম্পেইন, স্কুলভিত্তিক ফুটবল টুর্নামেন্ট আয়োজন, অসহায় মানুষের জন্য ইফতার বিতরণসহ অসংখ্য সামাজ সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।