সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরায় অপরিপক্ক আমের ভিডিও ধারণ করায় গণমাধ্যমকর্মীদের মারপিট করার অভিযোগ উঠেছে। গত শুক্রবার দুপুর ১২ টার দিকে কলারোয়া উপজেলার কিসমত ইলিশপুর গ্রামস্থ বেলতলা আম বাজারে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে প্রকাশ, সাতক্ষীরা কলারোয়া বেলতলা বাজারের ফল ব্যাবসায়ী আড়ৎদাররা সরকারি নির্দেশনা অমান্য করে আম বাগান মালিকদের কাছ থেকে অপরিপক্ক গোবিন্দভোগ, মল্লিকা আম সংগ্রহ করছে। অসাধু ফল ব্যবসায়ীরা অধিক লাভের আশায় অপরিপক্ক গোবিন্দভোগ আম পাকানোর জন্য ক্ষতিকর কেমিকেল ব্যবহার করে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে বাজারজাত করে আসছে। এসব ঘটনার প্রেক্ষিতে গণমাধ্যম কর্মীরা সরেজমিনে কলারোয়া বেলতলা বাজারে যেয়ে অপরিপক্ক গোবিন্দভোগ, মল্লিকাসহ ফজলি আমের শত, শত ক্যারেট বোঝাই আম দেখতে পান।
গণমাধ্যম কর্মীরা অপরিপক্ক আমের ছবিসহ ভিডিও ধারণ করায় অসাধু ফল ব্যবসায়ী সিন্ডিকেটের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ একাধিক ফল ব্যবসায়ী সাংবাদিকদের উপর আক্রমণ করেন। এ সময় তারা সাংবাদিকদের এলোপাতাড়ি মারপিট করেন। অসাধু ফল ব্যবসায়ীরা সাংবাদিকদের মোবাইল ফোন কেড়ে নিয়ে ধারণকৃত ভিডিও ডিলিট করাসহ তাদেরকে অবরুদ্ধ করে রাখেন।
খবর পেয়ে কলারোয়া উপজেলা কৃষি অফিসার শুভাংসু শেখর দাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাতুল ইসলামসহ কলারোয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। এ সময় কলারোয়া বেলতলা বাজারের আড়ৎ থেকে অভিযান চালিয়ে ১২ ক্যারেট অপরিপক্ক আম জব্দ করা হয়।
এ ঘটনায় দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি ইব্রাহিম খলিল কলারোয়া বেলতলা বাজারের ফল ব্যবসায়ী সমিতির সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, মিলন হোসেন, মোস্তাক হোসেন, ইসারুল, সাইফুল ইসলাম, মামুন হোসেন সহ ২০/২৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে কলারোয়া থানায় লিখিত অভিযোগ করেছেন।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম মুঠোফোনে বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।