সাতক্ষীরা সংবাদদাতা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুর রউফের নির্বাচনী জনসভা জনসমুদ্রে রূপ নেয়।

ব্রহ্মরাজপুর ও ধুলিহর ইউনিয়নবাসীর আয়োজনে শনিবার বিকালে ডিবি ইউনাইটেড হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে।

সভায় সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধাদলের আহ্বায়ক শহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুর রউফ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডবলু, সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, যুগ্ম আহ্বায়ক তাসকিন আহমেদ চিশতি, তারিকুল ইসলাম, সদস্য এড. নুরুল ইসলাম, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, সাবেক জেলা ছাত্রদলের সভাপতি আইনুল ইসলাম নান্টা সহ জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আব্দুর রউফ বলেন, “দেশ আজ গভীর রাজনৈতিক ও সামাজিক সংকটে পড়েছে। জনগণের ভোট কেড়ে নিয়ে একতরফা শাসন কায়েম করা হয়েছে।

বিএনপি ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য রাজপথে নেমেছে। সাতক্ষীরার মানুষ জেগে উঠলে কোনো শক্তিই আমাদের বিজয় ঠেকাতে পারবে না।

সমাবেশে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানানো হয়।

জনসভা শেষে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়।

Share.
Exit mobile version