সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরার তালা উপজেলার তেতুলিয়া এলজিইডি রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে।
সরেজমিনে দেখা যায়, বুধবার বিকেলে তালা উপজেলার তেতুলিয়া এলজিইডি রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! রাস্তাটি খুলনা বিভাগ পল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ২০২৩/২৪ অর্থ বছরে ৪৬.০২.৮৭০০.০০১.০৭.০৯৫.২৩.৩৪৭৫ নং স্মারকে সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামানের স্বাক্ষরিত পত্রে অনুমোদিত হয়। ঠিকাদার প্রতিষ্ঠান পঞ্চগড় জেলার বোদার এম এইচ কর্পোরেশন প্রোপ্রাইটর মোস্তাক হোসেন।
তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের সামনে নওয়াপাড়া (সড়ক জনপদ) থেকে লক্ষণপুর হয়ে তেঁতুলিয়া পর্যন্ত ২৮০০ মিটার এলজিইডি নতুন রাস্তা নির্মাণে সরকারি চুক্তি মূল্য দুই কোটি পাঁচাত্তর লাখ নয়শত চুরাশি টাকা।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা বলেন, রাস্তায় থাকা ইট তুলে একই জায়গায় থাকা পুরাতন বালুর উপরে ইটের খোয়া বিছিয়ে নির্মাণ কাজ করছে। যা সরকারি নিয়ম বহির্ভুত। কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠান মোটা অংকের উৎকোচের বিনিময়ে তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদারকে ম্যানেজ করে রাস্তা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের প্রোপাইটার মোস্তাক হোসেনের মুঠোফোনে আলাপের চেষ্টাকালে আলাপ কলটি গ্রহণ না করাই বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ বিষয় তালা উপজেলা এলজিইডি প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদারের সাথে মুঠোফোনে একাধিকবার আলাপের চেষ্টাকালে আলাপ কলটি গ্রহণ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ ঘটনায় সাতক্ষীরা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামানের সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, থানা ইঞ্জিনিয়ারকে রাস্তায় যেতে বলবো। থানা ইঞ্জিনিয়ার এবং আপনাকে ম্যানেজের মাধ্যমে ঠিকাদার প্রতিষ্ঠান অনিয়ম করছে এমন প্রশ্নোত্তরে তিনি বলেন, আমি এ বিষয়ে কিছু জানিনা।