সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরার কলারোয়ায় মামলার সাক্ষী হওয়ার জের ধরে চোরাকারবারি চক্রের হাতে মারপিটের শিকার হয়েছেন স্বাধীন খান নামে এক যুবক। এ বিষয় স্বাধীন খান বাদী হয়ে কলারোয়া থানায় অভিযোগ দায়ের করেছেন।
গত ২ মার্চ কলারোয়া থানা পুলিশ ৭ কেজি রূপার গহনাসহ মোটরসাইকেল আরোহী শফিকুল ইসলামকে আটক করে। ওই ঘটনায় থানায় করা মামলায় সাক্ষী করা হয় উপজেলার আলাইপুর গ্রামের স্বাধীন খানকে।
এতে করে ক্ষিপ্ত হয়ে চোরাকারবারীরা তাকে হুমকি দিতে থাকে। তার জের ধরে শনিবার দুপুরের দিকে স্থানীয় রায়টা বাজারের প্রাথমিক বিদ্যালয়ের সামনে দেশিয় অস্ত্র শস্ত্র নিয়ে তাকে হামলা করে মারপিট করে চোরাকারবারির গডফাদার রায়হান খান ডালিমের নির্দেশে একই এলাকার মানবপাচারকারী নুরুল আমিন খানের নেতৃত্বে আজিম খান, জাহাঙ্গীর খান, শিমুলসহ অজ্ঞাত ৬/৭ জনের একটি সন্ত্রাসী বাহিনী।
এ সময় আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় কলারোয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয় কলারোয়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলামের সাথে মুঠোফোনে আলাপকালে তিনি এ প্রতিবেদককে বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।