সাতক্ষীরা সংবাদদাতা
‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ এই স্লোগানকে সামনে রেখে বিদ্যুৎ, তেল, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম কমানোর দাবিতে শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছে সাতক্ষীরা জেলা বিএনপির নেতৃবৃন্দ।
শনিবার সকাল ১০টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের ইটাগাছা হাটের মোড়, সুলতানপুর বড় বাজারসহ শহরের বিভিন্ন স্থানে পথচারী ও ব্যবসা প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপির সমন্বয়ক হাবিবুর রহমান হবি, যুগ্ম আহ্বায়ক তারিকুল হাসান, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. নুরুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক শের আলী, জেলা যুব দলের সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, সাবেক যুব দলের সভাপতি আবু জাহিদ ডাবলু, সাবেক যুব দলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এ্যাড. কামরুজ্জামান ভুট্টো, আহ্বায়ক গোলাম সরোয়ার, জেলা কৃষক দলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি প্রমুখ।