সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় আদালতের ১৪৫ ধারা অমান্য করে জোরপূর্বক গাছ কর্তন করে জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে ইউনুস গংদের বিরুদ্ধে।
জানা গেছে, সাতক্ষীরা কলারোয়া উপজেলার ৭নং চন্দনপুর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের গোলাম হোসেন ২০০২ সালে দুই দাসে ২৬ শতক জমি বিক্রি করেন একই গ্রামের ইউনুছ আলী ও তার স্ত্রী হোসনেয়ারা খাতুন গংদের কাছে।
এদিকে রামভদ্রপুর গ্রামের গোলাম হোসেনের বি,আর,এস ৫১৬ নং খতিয়ানে বি,আর,এস ১৯৬৬ দাগে ০৭ শতক এবং বি,আর,এস ১৯৬৭ দাগে ০৮ শতক মোট ১৫ শতক জমি গোলাম হোসেন থেকে প্রাপ্ত তার দুই ছেলে আব্দুল্লাহ আল মামুন ও মোঃ শহিদুল্লাহ দীর্ঘদিন ধরে ভোগদখল থাকা অবস্থায় ওই গ্রামের ইউনুছ আলীর নেতৃত্বে ভূমি দস্যু আক্তারুল ইসলাম সন্ত্রাসী বাহিনী নিয়ে গত ২৪ ফেব্রুয়ারি দুপুর আনুমানিক একটার সময় উল্লেখিত জমিতে অবৈধভাবে জোরপূর্বক বালু ভরাট দিয়ে জমি দখলের পায়তারা চালায়।
শান্তি শৃংখলা বজায় রাখার নিমিত্তে বিজ্ঞ আদালতে পিটিশন
গত ২৯ এপ্রিল তারিখ প্রতিপক্ষ ইউনুছ আলীর ইন্ধনে ভূমিদস্যু আক্তারুল ইসলাম তার সন্ত্রাসী বাহিনী দিয়ে জোরপূর্বক ভুক্তভোগী আব্দুল্লাহ আল মামুন গংদের জমি দখলের পায়তারার অভিযোগে বিজ্ঞ আদালতে পিটিশন মামলা নং ২৪৪/২৪ দায়ের করেন। বিজ্ঞ আদালত ১৪৫ ধারা জারি করা সত্বেও আদালতের নির্দেশ অমান্য করে ইউনুছ আলী ও ভূমিদস্যু আক্তারুল ইসলাম ওই জমির চারটি লম্বু গাছসহ চারটি ফলন্ত আম গাছ কর্তন করে। এ বিষয় ভুক্তভোগী আবদুল্লাহ আল মামুন ও তার ভাই শহিদুল্লা আইন আদালত সহ সাতক্ষীরা জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।