সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরায় তীর্ব গরমে মানুষের তৃষ্ণা নিবারণে তৃষ্ণার্ত মানুষের মাঝে শরবত ও খাওয়ার পানি বিতরণ করা হয়েছে।
সোমবার বেলা ১২ টায় বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শহরের পাকাপুল মোড়ে পথচারী, ভ্যান, রিকসা, ইজি বাইক চালক ও পথচারী তৃষ্ণার্ত সাহস্রাধিক মানুষের মাঝে শরবত ও পানি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. জুন্মান আলী, সিনিয়র সহ-সভাপতি হোসেন কন্সকট্রাশনের সত্বাধিকারী তোফাজ্জল হোসেন, শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুকুজ্জামান ফারুক, বাংলাদেশ নির্মাণ বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন জেলা শাখার সাধারণ সম্পাদক জামাল আহমেদ বাদল, সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম, রং পালিশ শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রেজাউল হক, বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি হযরত আলী সরদার, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম, বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন জেলা দপ্তর সম্পাদক মো. মহিউদ্দিন, অর্থ সম্পাদক ইকবাল গাজী, পৌর কমিটির সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি প্রমুখ।