সাতক্ষীরা সংবাদদাতা

কাজে যাওয়ার সময় পিকআপের নিচে পিষ্ট হয়ে শেফালী খাতুন (২৯) নামে এক নারী শ্রমিকের প্রাণহানী ঘটেছে। শনিবার ভোর ৬ টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের লাবসা পলিটেকনিক ইনস্টিটিউটের কাছে দুর্ঘটনাটি ঘটনা ঘটে।

শেফালী খাতুন সাতক্ষীরা সদর উপজেলার লাবসার কারিকর পাড়া এলাকার মৃত সোহরাব হোসেনের স্ত্রী। প্রত্যক্ষদর্শীদের মধ্যে মাইক্রোবাসের চালক রুবেল হোসেন নামে একজন জানান, প্রতিদিনের মত শেফালী খাতুন সকালে কাজে যাচ্ছিলেন।

ওই সময় লাবসা পলিটেকনিক ইনস্টিটিউট রেখে কিছু দুর এগিয়ে গেলে সাতক্ষীরা থেকে যশোরগামী দ্রুতগতির একটি পিকআপ তাকে চাপা দিয়ে চলে যায়। এতে পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় শেফালী খাতুন।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version