সাতক্ষীরা সংবাদদাতা
নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করার উদ্দেশ্যে তিন দিনব্যাপি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে সাতক্ষীরা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের আয়োজনে ‘নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্স (৬ষ্ঠ ব্যাচ)’ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম মুনীর।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, নির্বাচন জাতির গণতান্ত্রিক চর্চার অন্যতম প্রধান অনুষঙ্গ। এ প্রক্রিয়া সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব প্রদর্শন করতে হবে।

তিনি আরও বলেন, নির্বাচনের সময় মাঠপর্যায়ে দায়িত্ব পালনকালে প্রতিটি পুলিশ সদস্যকে ধৈর্যশীল, দৃঢ়, শৃঙ্খলাবদ্ধ ও নৈতিকভাবে দৃঢ় থাকতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে কাজে লাগাতে পারলে ভোটের পরিবেশ আরও নিরাপদ ও শান্তিপূর্ণ হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মোকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার।

এ সময় ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের বিভিন্ন পদমর্যাদার প্রশিক্ষকবৃন্দ, প্রশিক্ষণার্থী পুলিশ সদস্য ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে কমান্ড্যান্ট মোকবুল হোসেন বলেন, পুলিশের দায়িত্ব শুধু আইন-শৃঙ্খলা রক্ষা নয়, বরং জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করা। নির্বাচনী দায়িত্ব পালনে পেশাগত দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ই হতে পারে সফলতার মূল চাবিকাঠি।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version