সাতক্ষীরা সংবাদদাতা
এসএসসি ২০০০ সালের ব্যাচের ২৫ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরায় সিলভার জুবিলি “মেগা মিটআপ-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের তুফান কনভেনশন সেন্টার অ্যান্ড রিসোর্ট সেন্টারের পদ্মা হল মিলনায়তনে দিনব্যাপি এ মিটআপ অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত এসএসসি ২০০০ সালের ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়।
প্রাক্তন শিক্ষার্থী গোলাম রসুল রাসেলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা-২ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী আব্দুর রউফ। বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম বাবলা, বিএনপি নেতা নাসিম ফারুক খান মিঠু, হাসান গ্রুপের চেয়ারম্যান আবু হাসান ও সাবেক কাউন্সিলর শফিকুল আলম বাবু প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, আহসান হাবীব।
অনুষ্ঠানে স্মৃতিচারণ, অভিজ্ঞতা বিনিময়, সাংস্কৃতিক পরিবেশনা ও সম্মাননা পর্ব অনুষ্ঠিত হয়। দীর্ঘ ২৫ বছরের পথচলা স্মরণে আয়োজিত এ সিলভার জুবিলি মিটআপে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
আয়োজকরা জানান, পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করা, পুরোনো স্মৃতিচারন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে মেঘা কমিউনিটির প্রবীণ ও বর্তমান সদস্যরা বক্তব্য দেন।
অনুষ্ঠানের শেষ পর্বে কেক কাটা ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়।
