সাতক্ষীরা সংবাদদাতা

ভারতে পাচারকালে এক কেজি ৬১ গ্রাম স্বর্ণের বার সহ মাসুদ রানা (২৭)নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। রোববার সকাল সাড়ে ৭টায় সাতক্ষীরার লক্ষীদাঁড়ি সীমান্তের খোরশেদের বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়।

ভোমরা বিজিবি ক্যাম্পের সুবেদার মিজানুর রহমান জানান, ভারতে সোনা পাচার করা হবে এমন গোপন খবর পেয়ে বিজিবি হাবিলদার শহীদুল ইসলানের নেতৃত্বে বিজিবি সদস্যরা কৃষি ব্যাংকের সামনে দিয়ে হেঁটে যাওয়া সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করে। ওই সময় তার দেহ তল্লাশী করে অন্তর্বাসের মধ্যে রাখা একটি সোনার বার উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত স্বর্ণেরবারের ওজন এক কেজি ৬১ গ্রাম। যার বাজার মূল্য এক কোটি ছয় লাখ ৭৩ হাজার ১০০ টাকা। এ ঘটনায় আটক মাসুদ রানার বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে। জব্দকৃত স্বর্ণের বার ট্রেজারিতে জমা দেয়া হয়েছে।

Share.
Exit mobile version