সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউপির সাড়াগাছি এলাকা থেকে অপরিপক্ক আম জব্দ করা হয়েছে। রোববার দুপুর সাড়ে বারোটার দিকে সাতক্ষীরার ফিংড়ী ইউনিয়নের সাড়াগাছি এলাকায় অপরিপক্ক আমে বিষাক্ত কেমিকেল ব্যবহারের চেষ্টাকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে সদর উপজেলার মিয়াসাহেবের ডাঙ্গী গ্রামের আম ব্যবসায়ী রবিউল ইসলামের কাছ থেকে ৪০ মণ অপরিপক্ক আম জব্দ করা হয়।
এ সময় সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ ও উপজেলা কৃষি অফিসার মনির হোসেন আম জব্দ করেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার আম ব্যবসায়ী রবিউল ইসলামকে ত্রিশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে দুই মাসের জেল প্রদান করেন।
উল্লেখ্য, ব্যবসায়ীরা সরকারি নির্দেশনা উপেক্ষা করে গোবিন্দভোগ, মল্লিকা, হিমসাগর আম সংগ্রহ অব্যাহত রেখেছেন। তাদের অপরিপক্ক কেমিকেল মিশ্রিত আম বিনষ্ট জেল- জরিমানা করলেও থামানো যাচ্ছে না। এ জেলার কালিগঞ্জের কালিবাড়ি চম্পাফুল বাজার, দেবহাটার নোওয়াপাড়া, সাতক্ষীরার বড় বাজার, কলারোয়ার কিসমত ইলিশপুর বেলতলা বাজারে অপরিপক্ক আম বিষাক্ত কেমিকেল মিশিয়ে অধিক মুনাফা লাভের আশায় অসাধু ব্যবসায়ীরা প্রতিনিয়ত আম বাজারজাত করছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নজরদারিতে সাতক্ষীরার আমের সুনাম বজায় থাকবে বলে সচেতন মহলের দদাবি।