সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে তারেক রহমানের নির্দেশে দাবদাহে পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে সাতক্ষীরা পৌর এলাকার হাটের মোড় নামক স্থানে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আসিফ মাহমুদ রিপনের পক্ষ থেকে পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করা হয়। এ সময় উপস্থিত থেকে দুইশত স্যালাইন ও বিশুদ্ধ পানি পথচারীদের মাঝে বিতরণ করেন, জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরিফুজ্জামান সজিব, সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন,সিনিয়র সহ সভাপতি মন্জুরুল মোর্শেদ মিলন,সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালিদ হাসান সুমন, সাংগঠনিক সম্পাদক শেখ আবু রায়হান, দেবহাটা উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান ফরহাদ, সাতক্ষীরা সদর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফারহান মাসুক, সরকারি পলিটেকনিক কলেজ ছাত্রদল নেতা সাকিব রাজা ঝাউডাঙ্গা ইউনিয়ন ছাত্রদল সভাপতি আব্দুল আলীমসহ ছাত্রদলের অসংখ্য নেতা কর্মী।