মণিরামপুর সংবাদদাতা
যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত আওয়ামী লীগ সরকারের আমলে জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের লোক স্বাধীনভাবে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানাদি পালন করে যাচ্ছেন।
অতীতের সাম্প্রদায়িক সম্প্রীতির গৌরব ধরে রাখার পাশাপাশি এর ধারাবাহিকতা বজায় রাখতে সকলের উচিৎ নিজ ধর্মের পাশাপাশি অন্য ধর্ম এবং ওই সম্প্রদায়ের লোকদের প্রতি সম্মান প্রদর্শন করা। মনে রাখতে হবে, সংঘাত সমাজে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করা ছাড়া কিছুই দিতে পারেনা।
গতকাল বিকেলে উপজেলার নেবুগাতী সার্Ÿজনীন কালীতলা রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে মহানামযজ্ঞনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। নেবুগাতী গ্রামবাসীর আয়োজনে নামযজ্ঞানুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ নেতা মনোতোষ বিশ্বাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, সাবেক পৌর কাউন্সিলর গৌর কুমার ঘোষ, হরিদাসকাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিরঞ্জন বিশ্বাস, স্থানীয় আওয়ামী লীগ নেতা বিএম নজরুল ইসলাম, আদিত্য কুমার মন্ডল, সমীর হালদার, নামযজ্ঞ কমিটির সহ-সভাপতি রবিন মিস্ত্রী, সাধারণ সম্পাদক গৌর রায় প্রমুখ। অনুষ্ঠান শেষে নামযজ্ঞ কমিটির নেতৃবৃন্দের হাতে আর্থিক অনুদান তুলে দেন এমপি এস এম ইয়াকুব আলী।