বাংলার ভোর প্রতিবেদক
সুরবিতান সঙ্গীত একাডেমীর ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গতকাল সন্ধ্যায় যশোর টাউন হল মাঠের রওশর আলী মঞ্চে অনুষ্ঠানের শুরুতে ৭২ জন শিশু একত্রে ‘এসো মিলন মেলায়’ সমবেত গান করে। পরে রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, দেশত্মবোধক গান, লালন, ছড়াগান এবং বড়দের পরিবেশনায় লোক নৃত্যে প্রাণাবন্ত হয়ে উঠে অনুষ্ঠান।
সংগঠনের সভাপতি অ্যাড. শহিদ আনোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. বাসুদেব বিশ্বাসের (প্রথম পর্বের) সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, সম্মিলিত সাংস্কৃতি জোট যশোর জেলা শাখা সম্পাদক সানোয়ার আলম দুলু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু, সিনিয়র শিক্ষক আকরাম হোসেন বাবলা, অধ্যক্ষ এনামুল হক প্রমুখ।
অনুষ্ঠানে গান এবং নৃত্য পরিবেশন করেন সুরবিতান সঙ্গীত একাডেমীর ফিরোজ হোসেন, মীর বাবুল হোসেন, উর্মি বোস, পাপিয়া ঘোষ, দীপা পাল, স্বজল মল্লিক, অনিতা দেবনাথ, এনামুল হক, সঞ্জয় সরকার, দিপক রায়, মৌ বসু, ঐশিকা সাহা, সফর রাজ, মেধা সাহা, রুবিনা আকরাম, মাধবী সাহা, ওমর ফারুক, মৌমি, রাণী, অনু, দিপান্তিকা, প্রিয়া, উপমা, রূপন্তী, দিয়া, জয়ী, বর্ষা, ঐশি, মন্দিরা, সোনালী, পুস্পিতা, আর্য্য, জ্যোতি, রাফিকা, অদ্রি, অর্পন, অহনা, অর্পিতা, প্রঞ্জল, মনিকা, মৌমি, দুষ্টু, রাপী, অধরা, অনু, অদিতি, দিপান্তিকা, প্রান্তিকা, বিজু, হৃত্বিকা, হৃদিতা, শীর্ষা, ডোনা, পিয়াসী, আরাধ্যা, বিন্দা, শ্রেষ্ঠা, মিষ্টি, দেবযানী, জয়া, অন্ধিতা, অর্পা রায়, তিতিল দত্ত, মুগ্ধ কুন্ডু, তনদ্রা, সুহিতা মৌরিন, দেবযানী এবং অন্তিকা দত্ত প্রমুখ। অনুষ্ঠানে দ্বিতীয় পর্বের সঞ্চালনা করেন, সংগঠনটির উপধ্যক্ষ মৌ রাণী বসু ও সদস্য মীর বাবু।
শিরোনাম:
- একই সঙ্গে দুই কলেজের অধ্যক্ষ জাহিদুলের নজিরবিহীন দুর্নীতি
- অভয়নগরকে হারিয়ে ফাইনালে কালীগঞ্জ
- অফিস সহকারী পদে হেলালের এমপিওভুক্তি নিয়ে লুকোচুরি
- শিক্ষার মান উন্নয়নে ভালো শিক্ষক দরকার
- উপশহর টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষা সফর অনুষ্ঠিত
- ‘বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে সবাইকে এক হয়ে কাজ করতে হবে’
- যশোরে নতুন আঙ্গিকে ব্রাদার্স ফার্নিচার শো রুম উদ্বোধন
- আলুর দাম লাগামহীন ভোক্তার নাভিশ্বাস