শরণখোলা প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় উওরণ এ্যাক্সেস প্রকল্পের উদ্যোগে উপজেলার
ধানসাগর, খোন্তাকাটা ও রায়েন্দা ইউনিয়নের সিএসও এবং সিবিও সদস্যদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা অফিসার্স ক্লাবে বুধবার বেলা ১১টায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই। বিশেষ অতিথি ছিলেন ধানসাগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হান্না মিয়া ও আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন মানিক। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবদল নেতা মাছুম হোসেন, মো. মনিরুজ্জামান এ্যাডভোকেসি নেটওয়ার্কিং এ্যান্ড মাইগ্রেশন কর্মকর্তা রঞ্জন নিকোলাস।
সিডিও রুহুল আমিন ও অনিত কুমার দাসের সঞ্চালনায় সভায় সাংবাদিকসহ উত্তরণ এক্সেস প্রকল্পের উপকারভোগী সিএসও এবং সিবিও সদস্যরা উপস্থিত ছিলেন।
