মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুরে মামলা তুলে নিতে বাদী, সাক্ষীদের হত্যার হুমকি ও ঘর-বাড়ি ভাংচুর করা হয়েছে। এ ঘটনায় প্রাণের নিরাপত্তা চেয়ে মহেশপুর থানায় সাধারণ ডায়েরি ও আদালতে মামলা করেছেন হত্যা মামলার সাক্ষী খাদেমুল ইসলাম। মামলা তুলে না নিলে আসামিরা নিজ জমিতে ভবণ নির্মাণ করতে দিচ্ছেন না বলেও অভিযোগ করেছেন তিনি। ঘটনাটি উপজেলার আজমপুর ইউনিয়নের আলামপুর কুলবাগান গ্রামে।

জানা গেছে, জমাজমি বিরোধের জেরে ওই গ্রামের ওসমান আলীকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে হত্যা করলে নিহতের ছেলে বাদী হয়ে আনোয়ার হোসেন, রমজান আলী, মকছেদ আলীসহ ৬ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

পুলিশ ওই মামলায় আসামিদের আটক করে। পরবর্তীতে আসামিরা জামিনে বেরিয়ে গত ৬ আগস্ট মামলার বাদী ও স্বাক্ষীদের মারপিটসহ বাড়ি ঘর ভাংচুর করেন সেই সাথে মামলা তুলে নিতে হুমকি দেন। পরে ওই মামলার সাক্ষী খাদেমুল ইসলাম নিজে বাদী হয়ে অপর একটি মামলা করেন।

খাদেমুল ইসলাম বলেন, আসামিরা আমার ভাইকে হত্যা করলে ভাইপো বাদী হয়ে হত্যা মামলা করেন। সে মামলায় আমি সাক্ষী। যে কারণে আসামিরা জামিনে বেরিয়ে আমাদেরকে মারধর ও হত্যার হুমকি দিচ্ছে। ঘর বাড়ি ভাংচুর করেছে। প্রতিনিয়ত বাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করছে। আদালতে মামলা করে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।

Share.
Exit mobile version