প্রতিবেদক
পরিচ্ছন্নতা কর্মীদের টানা চারদিনের কর্মরিতিতে ভেঙে পড়েছে যশোর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম। গোটা শহরের মোড়ে মোড়ে ময়লার স্তুপ জমে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে বিপাকে পড়েছে নাগরিক সমাজ। যদিও পৌরসভা বিকল্প ব্যবস্থায় ময়লা আবর্জনা পরিস্কারের উদ্যোগ নিয়েছে। তবে সেটি খুব বেশি ফলপ্রসূ হয়নি। হরিজন সম্প্রদায় ও পৌরসভা কর্তৃপক্ষ যার যার অবস্থানে অনঢ় থাকায় উদ্ভুত পরিস্থিতির সমাধান হয়নি। এদিকে, হরিজনদের আন্দোলনে সংহতি জানিয়ে বিবৃতি দিয়েছে বাম গণতান্ত্রিক জোট।
জানা যায়, সম্প্রতি যশোর পৌরসভা কর্তৃপক্ষ হরিজন সম্প্রদায়কে জানিয়ে দেয় এখন থেকে তাদের বিদ্যুৎ পরিশোধ করবে না পৌরসভা। আবার ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) বিদ্যুৎ বিতরণ বিভাগ তাদের বকেয়া প্রায় সাড়ে ৫ কোটি টাকার বিদ্যুৎ বিল পরিশোধের জন্য তাগিদ দিচ্ছিল কয়েক মাস ধরে। এর অংশ হিসেবে গত ২৯ জানুয়ারি বিদ্যুৎ বিভাগের উচ্চ ক্ষমতা সম্পন্ন একাধিক দল শহরের তিনটি হরিজন পল্লীতে প্রিপেইড মিটার লাগানোর চেষ্টা করেন। হরিজন সম্প্রদায় লোকজন যাতে আগে টাকা দিয়ে বিদ্যুৎ কিনে ব্যবহার করেন সে লক্ষ্যে নেয়া এই উদ্যোগ ২৯ জানুয়ারি কার্যকর হয়নি হরিজনদের বাধার মুখে। তবে, ৪ ফেব্রুয়ারি বিকেল ৩ টায় রেল স্টেশন হরিজন পল্লীর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বিদ্যুৎ কতৃপক্ষ। সেই থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন রেল স্টেশন হরিজন পল্লী। সর্বশেষ বৃহস্পতিবার ঢাকা রোড হরিজন পল্লী ও পুরাতন পৌরসভার হরিজন পল্লীর বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেয়।
বিদ্যুৎ সুবিধা (অর্জিত অধিকার) বাতিলের অপচেষ্টা বন্ধ ও সরবরাহ অব্যাহত রাখা, পরিচ্ছন্ন শ্রমিকদের প্রবিধানানুযায়ি মজুরি প্রদানসহ শ্রম আইন বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করছেন পরিচ্ছনতা কর্মীরা। গতকাল দুপুরে যশোর পৌরসভা শ্রমিক সংগ্রাম পারিষদের উদ্যোগে জেলা প্রশাসক মোহম্মদ আবরাউল হাছান মজুমদারের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে। হরিজন সম্প্রদায় ও পৌরসভা কর্তৃপক্ষ অনঢ় থাকায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।
যশোর পৌরসভার উদ্যোগে শহরের কিছু কিছু জায়গা থেকে ময়লা নেয়া শুরু করলেও এখনো বেশিরভাগ জায়গায় ময়লার স্তুপ জমে রয়েছে। এতে বিপাকে পড়েছেন শহরে আসা মানুষজন। শহরবাসী দ্রুত এ সমস্যার সমাধান চান। শহরের চিত্রামোড় এলাকার পথচারি ইনামুল হক বলেন, চারদিন ধরে শহরের মোড়ে মোড়ে ময়লার স্তুপ জমেছে। দুর্গন্ধে পরিবেশ দূষিত হচ্ছে। নাকে কাপড় দিয়ে পথ চলতে হচ্ছে। কিন্তু এ বিষয়ে পৌরসভার কোন উদ্যোগ নেই। অপর একজন বেসরকারি চাকরিজীবী সাজ্জাদুল আলম বলেন, কাজের ক্ষেত্রে শহরের সব এলাকায় যাওয়া হয়। সব জায়গায় দেখলাম একই রকম ময়লা পড়ে আছে। গরু ও কুকুরে ময়লা নিয়ে টানাটানি করছে যার কারণে সর্বত্র দুর্গন্ধ ছড়াচ্ছে।
শহিদুল ইসলাম নামে এক পথচারী বলেন, হরিজন সম্প্রদায় ও পৌরসভা কর্তৃপক্ষের রশি টানাটানির খেসারত দিচ্ছে জনগণ। নোংরা আবর্জনায় পথচলা দায়। তবুও সমাধানের কোন পথ দেখছি না।
হরিজন সম্প্রদায়ের আন্দোলনে সংহতি জানিয়ে বিবৃতি দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। বিবৃতিতে বলা হয়েছে, যশোর পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা বেতন ভাতা বৃদ্ধির দাবিতে কয়েক দিন ধরে ধর্মঘট করে আসছে। পৌর কর্তৃপক্ষ সে বিষয়টা সমাধানের কোন উদ্যোগ না নিয়ে হরিজন পল্লীর বিদ্যুৎ বিচ্ছিন্ন করিয়ে পরিস্থিতিকে অমানবিক ও জটিল করে তুলেছে। আমরা শুনে অবাক হয়েছি পরিচ্ছন্ন কর্মীদের মাসিক বেতন-ভাতা মাত্র ৩ হাজার টাকা। আমরা যশোর জেলা বাম গণতান্ত্রিক জোট আজকের বাজার দরে মাত্র ৩ হাজার টাকা বেতনকে অমানবিক মনে করি। আমরা পরিচ্ছন্ন কর্মীদের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করছি। একই সাথে তাদের বেতন ভাতা বৃদ্ধির জোর দাবি জানাচ্ছি।
এ বিষয়ে যশোর পৌরসভা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিরণ লাল সরকার বলেন, আমরা আজ জেলা প্রশাসকের কাছে আমাদের দাবি নিয়ে স্মারকলিপি দিয়েছি। জেলা প্রশাসক আমাদের আশ্বস্ত করেছিলো দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করে দেবে। কিন্তু এখন সন্ধ্যা হয়ে গেছে তারপরও বিদ্যুৎ লাইন আসেনি।
তিনি আরো বলেন, আগে শুধুমাত্র রেলস্টেশন হরিজন পল্লীর বিদ্যুৎ লাইন বিছিন্ন থাকলেও এখন ঢাকা রোড হরিজন পল্লী ও পুরাতন পৌরসভার হরিজন পল্লী এ দুটি এলাকায় আজ সকাল থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা আবার একটা সিদ্ধান্ত নেব কি করা যায়।
এদিকে, যশোর পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর রাজিবুল আলম জানান, হরিজন সম্প্রদায়ের যারা পরিচ্ছন্নতার কাজ করে তাদের কোন বেতন বাড়ানো হবে না। আগামীতে তাদের বিদ্যুৎ বিল তাদেরকেই পরিশোধ করতে হবে।
তিনি আরও জানান, কয়েক দিনের ময়লার স্তুপ জমেছে। এসব অপসারণ করতে দুই, এক দিন সময় লাগবে। পৌরসভার তিন, চার ও পাঁচ নম্বর ওয়ার্ডের সকল ময়লা-আবর্জনা পরিস্কার করা হয়েছে।
শিরোনাম:
- আলুর দাম লাগামহীন ভোক্তার নাভিশ্বাস
- শীতে ফুটপাতে গরম কাপড় বিক্রির ধুম
- একটা সংস্কার কমিটি দিয়ে সংবিধান সংস্কার সম্ভব না: মির্জা ফখরুল
- নিখোঁজের ৩ দিন পর কপোতাক্ষ নদে মিলল বৃদ্ধার মরদেহ
- কৃষ্ণনগরে আরাফাত কোকো স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন রতনপুর
- পাখির সাথে মানুষের ভালোবাসার গল্প !
- সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব রাখবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
- যশোর মটর পার্টস ব্যবসায়ী সমিতির নির্বাচন সংস্কার ও উন্নয়ন পরিষদের পক্ষে ২৭টি মনোনয়নপত্র ক্রয়