কলারোয়া সংবাদদাতা:
সাতক্ষীরার কলারোয়া সরকারী জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রকিবের বিরুদ্ধে হাইকোর্টের সাময়িক বরখাস্তের আদেশ অমান্য করে বহাল তবিয়াতে দায়িত্ব পালনের অভিযোগ উঠেছে। গত ৭ মে হাইকোর্টের বিচারপতি জেবি হাসান ও রাজিক আল জলিল সমন্বয় বেঞ্চ এ আদেশ দেন। এমনকি ওই আদেশে উল্লেখ করা হয় আব্দুর রকিব সাতক্ষীরা বিজ্ঞ আদালতের মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত সাময়িক বরখাস্ত থাকবেন।

মামলার বাদী একই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুর রব জানান, গত ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি সকাল ৯ টার দিকে তিনি দাপ্তরিক কাজ করার সময় পূর্ব শত্রুতার জের ধরে স্কুলের তৎকালীন সহকারী প্রধান শিক্ষক আব্দুর রকিব ও সহকারী শিক্ষক মনিরুজ্জামান ঐক্যবদ্ধভাবে তার কক্ষে প্রবেশ করে তাকে লাঞ্ছিত করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কলারোয়া থানায় তিনি মামলা করেন। ওই মামলায় সহকারী প্রধান শিক্ষক আব্দুর রকিবকে ২ মাসের সাজা প্রদান করেন আদালত।

পরবর্তীতে তার জাতীয় করণ স্থগিত এবং এমপিও বাতিল করেন শিক্ষা মন্ত্রণালয়। এরপর তিনি ২০২৩ সালে ওই সাজাপ্রাপ্ত আসামির বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশন করলে হাইকোর্ট তাকে গত ৭ মে সাময়িক বরখাস্তের আদেশ দেন। আদেশে বলা হয় নিম্ন আদালতের মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত আব্দুর রকিব সাময়িক বরখাস্ত থাকবেন। তার পরেও তিনি বহাল তবিয়তে তার দায়িত্ব পালন করে যাচ্ছেন।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রকিব জানান, আমি মহামন্য হাইকোর্ট থেকে এমন ধরনের কোন আদেশ বা নির্দেশনা পাইনি। তাহলে কেন আমি আমার দায়িত্ব পালন করব না।

স্কুলের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মাসফিক হোসেন জানান, আমি গতকাল মহামান্য হাইকোর্টের দেয়া আদেশটি হাতে পেয়েছি। আজ থেকে নিয়ম অনুযায়ী তার (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

Share.
Exit mobile version