বাংলার ভোর প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সংগঠক (দক্ষিণ) হাসনাত আবদুল্লাহর উপর হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার বিকেল ৫টায় শহরের দড়াটানা ভৈরব চত্বরে এ বিক্ষোভ হয়। এ সময় বক্তারা গাজীপুরে হাসনাত আবদুল্লাহর ওপর হামলার তীব্র নিন্দা জানান।

বক্তারা বলেন, এ ন্যক্কারজনক হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আমরা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমরা এই হামলার সুষ্ঠু তদন্ত চাই এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ আশা করি।

বিক্ষোভ মিছিলটি দড়াটানা থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব যশোরের সামনে এসে শেষ হয়।

জেলা নাগরিক পার্টি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌথ ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, নাগরিক পার্টির নেতা সোয়াইব হাসান, আশা লতা, মাসুম বিল্লাহ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফাহিম আল ফাত্তাহ, নুরুন্নবী, জান্নাতুল ফেরদাউস অনন্যা প্রমুখ।

Share.
Leave A Reply

Home
News
Notification
Search
Exit mobile version