মহেশপুর সংবাদদাতা
মহেশপুরে বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা ও অপপ্রচারের কড়া সমালোচনা করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল। জামায়াতের করা কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, হাসিনা স্টাইলে বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা ও অপপ্রচার চালাচ্ছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। বুধবার বিকেলে উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের ভৈরবা বাজারে বিএনপির প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় প্রধান অতিথি আরো বলেন, ভৈরবাতে ওই দিন জামায়াতের মহিলা নেত্রীরা কোন আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা করছিলেন না। বরং তারা এলাকার নারীদের নিয়ে তালিম করছিলেন। আর বিএনপির কোন নেতা কর্মী তাদের উপর হামলা চালায় তিনি। তাদের স্ত্রীরা ওই স্থানে ছিলো। তারা তাদের স্ত্রীদের ফিরিয়ে আনতে গেলে একটু আধটু হট্টগোল বাঁধে।
জামায়াতের নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ভুলে যাবে না এ আসন থেকে আপনারা ধানের শীষ প্রতিক নিয়ে নির্বাচন করেছেন। আপনাদের পক্ষে ভোট চাইতে গিয়ে বিএনপির বহু নেতাকর্মী হামলা মামলার শিকার হয়েছেন। মহেশপুরের ঘটনা নিয়ে কেন্দ্রীয় জামায়াতের আমিরের বক্তব্যেরও কড়া সমালোচনা করেন বিএনপির এ নেতা।
উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনির সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, মহেশপুর পৌর বিএনপির সম্পাদক সাইফুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক মোমিনুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এস এম শাহাজামান মোহন, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এস এম নাঈম নেওয়াজ রুমেল প্রমুখ।
এর আগে গত রোববার সকালে ভৈরবা কুল্লোপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জামায়াতের নারী কর্মীদের আলোচনা সভায় হাতুড়ি, কাঁচি ও বাঁশের লাঠিসোটা নিয়ে হামলা চালান বিএনপির নেতা-কর্মীরা। এ সময় নারী কর্মীদের মারধর ও শ্লীলতাহানি করা হয়। ঘটনার দিন জামায়াত কর্মী হাসিনা খাতুন বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫-২০জনকে আসামি করে মামলা করেন। ওই দিন দুপুরে সংবাদ সম্মেলন করেন উপজেলা জামায়াতের নেতা-কর্মীরা। একই ঘটনায় পরের দিন সোমবার বিকেল ৩টায় ভৈরবা বাজারে প্রতিবাদ সভা করেন। সবশেষ মঙ্গলবার মহেশপুর কলেজ মাঠে আসামি গ্রেফতারের দাবিতে মহিলা সমাবেশ করেন জামায়াতে ইসলামী বাংলাদেশের নেতা-কর্মীরা।