ঝিকরগাছা সংবাদদাতা
অর্থ আত্মসাৎ মামলায় আদালতের দণ্ডপ্রাপ্ত হাফেজ অলিয়ার রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবাররাতে খুলনার আড়ংঘাটা থানার মোড়লপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঝিকরগাছা থানার পুলিশ।

যশোরের ঝিকরগাছা শিওরদাহ পুলিশ ক্যাম্পের এসআই বেলাল হোসেন ও এএসআই মোকাদ্দেস হোসেন সঙ্গীয় ফোর্সসহ আড়ংঘাটা থানা পুলিশের সহযোগিতায় দুটি সিআর মামলায় দণ্ডপ্রাপ্ত এ আসামিকে আটক করা হয়।

মামলার বাদী দৈনিক লোকসমাজ পত্রিকার ফটো সাংবাদিক হানিফ ডাকুয়া।

তিনি বলেন, অর্থ আত্মসাৎ মামলায় সাজাপ্রাপ্ত আসামি অলিয়ার রহমানকে খুঁজে বের করতে তিনি গত ১২ বছর ধরে বিভিন্ন জেলায় ঘুরে বেড়িয়েছেন।

শিওরদাহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বেলাল হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version