চৌগাছা সংবাদদাতা
নিখোঁজ হওয়ার ১৫ দিন পার হলেও যশোরের চৌগাছায় আক্তারুজ্জামান (৪৬) নামের এক পুলিশ সদস্যকে এখন পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি । পরিবারে নেমে এসেছে বিষাদের ছায়া।

নিখোঁজ পুলিশ সদস্যের বিষয়ে চৌগাছা থানায় অভিযোগ করেছেন তার স্ত্রী শাহিনা আক্তার শিমা।

নিখোঁজ আক্তারুজ্জামান উপজেলার সিংহঝুলি ইউনিয়নের জামলতা গ্রামের বাসিন্দা। তিনি খুলনা রেঞ্জের বাগেরহাট জেলার রামপাল থানায় কর্মরত ছিলেন। তার বিপি নং ৮৪০৩০২৪৬৪৪।

আরও পড়ুন .. ..

যশোরে বেগম রোকেয়া দিবসে সকল নারীকে “অদম্য নারী” আখ্যা দিলেন জেলা প্রশাসক

২৭ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে নিখোঁজ পুলিশ সদস্যের স্ত্রী শাহিনা আক্তার চৌগাছা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, আমি তিন সন্তান নিয়ে চৌগাছা শহরের ইছাপুর গ্রামের বিল্লাল হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছি।

আমার স্বামী ২৬ নভেম্বর ৫ দিনের ছুটি নিয়ে চৌগাছার ভাড়া বাসায় আসেন। ২৭ নভেম্বর সকালে মহেশপুর যাওয়ার কথা বলে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এর পরে তিনি আর ফিরে আসেননি’।

তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বাসায় রেখে যান। (তার ব্যবহৃত ফোন নম্বর-০১৭৯০০১৫৬৭৭৫ এবং ০১৯৫৩৮২৪৪৫২) যে কারণে আক্তারুজ্জামানের সাথে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানান শাহিনা আক্তার।

নিখোঁজ আক্তারুজ্জামানের স্ত্রী শাহিনুর আক্তার জানান, গত ১৫ দিন ধরে স্বামী আক্তারুজ্জামানের কোনো সন্ধ্যান না পেয়ে আমরা চরমভাবে ভেঙে পড়েছি।

তিনি বলেন আমার তিনটি কন্যা সন্তান নিয়ে আমি এখন কোথায় যাবো কি করবো বুঝে উঠতে পারছিনা।

তিনি আরো বলেন, আমার মেয়েরা রাতদিন বাবাকে না পেয়ে কান্নাকাটি করছে।

জানতে চাইলে চৌগাছা থানার ওসি রেজাউল করিম বলেন, আমি মাত্র দুই দিন এসেছি। এ বিষয়ে যা কিছু সম্ভব করা হবে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version