বাংলার ভোর প্রতিবেদক
যশোর নগর মহিলা দলের ২ নম্বর ওয়ার্ড শাখার (আঞ্চলিক) কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার শহরের লোন অফিস পাড়া রজনীগন্ধা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।

সভায় সভাপতিত্ব করেন, জেলা মহিলা দল নেত্রী হালিম বেগম। সভায় উপস্থিত ছিলেন, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, নগর মহিলা দলের সাধারণ সম্পাদক সাবিহা সুলতানা, সাংগঠনিক সম্পাদক আম্বিয়া মঞ্জুর মুক্তা প্রমুখ। সভা পরিচালনা করেন নগর মহিলা দলের সভাপতি শামসুন্নাহার পান্না।

Share.
Exit mobile version