শার্শা সংবাদদাতা
“রক্ত দানে নেইকো ভয়, এ দানে আল্লাহ খুশি হয়”-এই স্লোগানকে ধারণ করে বেনাপোল বন্ধন ব্লাড ফাউণ্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বেনাপোল বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউণ্ডেশনের সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম সাকিব।

সহসভাপতি মাহমুদুর রহমানের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি পরিচালনা করেন সহসভাপতি মেহেদী হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন বেনাপোল মডার্ণ ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ইব্রাহিম শেখ রুবেল, মানবিক ডাক্তার ও সমাজসেবক মনির হোসেন, সাংবাদিক জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান।
এছাড়া ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুর রহমান, পরিচালক আরিফুজ্জামান বিল্লু, উপদেষ্টা বাদশা বিশ্বাস, মুক্তার আলী, রকি মাহমুদ, ইনামুল হোসেন, ইসলামুল হক সবুজ, সজীব মল্লিক, আরিফুল ইসলাম আরিফ, সুমন হোসেন, হাবিব হোসেন, রায়হান সিদ্দিক, রোকনুজ্জামান রাকিব ও রানা আহম্মেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য ও স্থানীয় বিশিষ্টজন খুলনা বিভাগের প্রায় ৩০টি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সকাল ৯টায় অনুষ্ঠান শুরু হয়। অতিথিদের শুভেচ্ছা বক্তব্য শেষে সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে অতিথি, সদস্য এবং বিভিন্ন সংগঠনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
পরিশেষে মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version