Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ১৬ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস
  • গৌরবের বিজয়ের দিন আজ
  • বিএনপি সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণ করতে চায় : নার্গিস বেগম
  • যশোর জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বেসরকারি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
  • বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাকে কোটি টাকার অবৈধ পণ্য
  • ভারত থেকে এলো ৯০ টন পেঁয়াজ, কেজিতে দাম কমলো ১০ টাকা
  • যশোরে স্বাস্থ্য স্যানিটেশন ও আবাসন প্রকল্পের নামে ৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ
  • তালার মাগুরায় ৪ শহীদ মুক্তিযোদ্ধার মাজারে পুষ্পমাল্য অর্পণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, ডিসেম্বর ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

৫ জুনের মধ্যেই সদর উপজেলা নির্বাচন

banglarbhoreBy banglarbhoreমে ২৬, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

অবশেষে যশোর সদর উপজেলা পরিষদের ভোট গ্রহনের স্থবিরতা শেষ হয়েছে। আগামী ৫ জুনের মধ্যে উপজেলার নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন সুপ্রীম কোর্ট। রোববার আদালত রায় দেয়ার পর নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এ তথ্য দিয়েছেন।

তবে, নির্বাচন আসলে ৫ জুন নাকি এর মধ্যে অন্য কোনো দিন সেটি এখনো নির্ধারিত হয়নি। রায়ের কপি নির্বাচন কমিশনে আসার পর কমিশন তারিখ নির্ধারণ করবে। এরপর কমিশন সেটি রিটার্নিং অফিসারকে অবহিত করলে তিনি নির্বাচন গ্রহণের প্রস্তুতি নেবেন। এর আগে গত ২২ মে চেয়ারম্যান প্রার্থী শাহারুল ইসলামের একটি মামলার আদেশের পর ভোট গ্রহণ না করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। গত বৃহস্পতিবার বিকেলে কমিশনের এ সংক্রান্ত এক পত্র যশোরে আসে। ওই পত্রের স্মারক নম্বর উল্লেখ করে রিটার্নিং অফিসার আব্দুর রশিদ ওইদিন সন্ধ্যায় নির্বাচন স্থগিতের পত্র জারি করেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, যশোর সদর উপজেলা নির্বাচনে আরবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন। এরপর একটি পদে থেকে আরেকটি পদে নির্বাচন করা যাবে না উল্লেখ করে রিটার্নিং অফিসার তাকে প্রতীক বরাদ্দ দেননি বলে দাবি করেন তিনি। এ কারণে তিনি তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করতে হাই কোর্টে রিট পিটিশন করেন। যার রিট পিটিশন নম্বর ৫৫৭৫/২০২৪। এরপর গত ১৩ মে হাই কোর্ট শাহারুল ইসলামকে নির্বাচনে অংশগ্রহণসহ তার অনুকূলে প্রতীক বরাদ্দের আদেশ দেন। ওই আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল বিভাগে সিপিএলএ নম্বর ১৭১৩/২০২৪ দায়ের করলে গত ২০ মে ‘নো অর্ডার’ আদেশ জারি করে আপিল বিভাগ। আপিল বিভাগের ওই আদেশ বাস্তবায়নে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আগামী ২৯ মের সকল পদের নির্বাচন স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয়। এ সংক্রান্ত পত্র যশোর সদর উপজেলা নির্বাচনের রিটার্নিং অফিসার আব্দুর রশিদের কাছে বৃহস্পতিবার বিকেলে পৌঁছে। যার স্মারক নম্বর ১৭.০০.০০০০.০৭৯.৪০.০০৬.২৪-৩৫৮।

নির্বাচন স্থগিত সংক্রান্ত নির্বাচন কমিশনের পত্র পাওয়ার সাথে সাথে ২৯ মের ভোট স্থগিত করে পত্র জারি করেন রিটার্নিং অফিসার আব্দুর রশিদ। তিনি তার স্বাক্ষরিত পত্রে উল্লেখ করেন,‘এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৯ মে অনুষ্ঠিতব্য যশোর সদর উপজেলা পরিষদের সকল পদের নির্বাচন মাননীয় নির্বাচন কমিশন কর্তৃক ২৩ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ বাস্তবায়নের নিমিত্তে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়।

তদপ্রেক্ষিতে আমি মো. আব্দুর রশিদ, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার, যশোর ও রিটার্নিং অফিসার যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উক্ত উপজেলা পরিষদের সকল পদের র্নির্বাচন স্থগিত করে। সন্ধ্যার পরপরই নির্বাচন স্থগিতের খবর ছড়িয়ে পড়লে ভোটারদের মধ্যে নানা প্রশ্ন দেখা দেয়। অনেকেই নির্বাচন স্থগিত হওয়ার কারণ জানতে চান।

আবার কেউ কেউ জানতে চান নির্বাচন স্থগিতের বিষয়টি সত্যি কিনা। এদিকে, সদর উপজেলা পরিষদ নির্বাচনে সাতজন চেয়ারম্যান, পাঁচজন ভাইস চেয়ারম্যান ও তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতীক বরাদ্দের পর থেকে গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। দুপুর দুটো থেকে রাত আটটা পর্যন্ত চলছে মাইকিং। প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে।

সবমিলিয়ে ইতিমধ্যে ভোট জমে উঠেছে। এরমধ্যে স্থগিত হওয়ার খবরে প্রার্থীদের মধ্যে হতাশা দেখা দেয়। এদিকে, চেয়ারম্যান প্রার্থী শাহারুল ইসলাম দাবি করেছেন তিনি জোড়া ফুল প্রতীক পেয়েছেন।

তবে রিটার্নিং অফিসার আব্দুর রশিদ জানিয়েছেন, নির্বাচন কমিশন তাকে না জানানো পর্যন্ত তিনি কোন প্রতীক বরাদ্দ দিতে পারবেন না।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

১৬ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস

ডিসেম্বর ১৬, ২০২৫

গৌরবের বিজয়ের দিন আজ

ডিসেম্বর ১৬, ২০২৫

বিএনপি সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণ করতে চায় : নার্গিস বেগম

ডিসেম্বর ১৬, ২০২৫

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.