বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের কার্যনিবাহী কমিটির ত্রিবার্ষিক নির্বাচনে ৯পদের বিপরীতে লড়বেন ৬৫ প্রার্থী। শনিবার মনোয়নপত্র যাচাই বাছাই শেষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। ইউনিয়ন অফিস ভবনের দোতলায় হলরুমে বাছাই ও প্রতীক বরাদ্দ করা হয়। এতে সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাড. আবু মোর্তজা ছোট। উপস্থিত ছিলেন কমিটির সদস্য অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু ও সদস্য সচিব মাহবুবুর রহমান মজনু। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে উপস্থিত প্রার্থীদের সাথে নানা বিষয়ে মতবিনিময় করা হয়। এ সময় ৬৫ জন প্রার্থীর মধ্যে ৫৭ জন ও অন্যদের পক্ষে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রতীক প্রাপ্ত প্রার্থীরা হলেন, সভাপতি পদে মো. মামুনুর রশিদ বাচ্চু (মিনার), শাহেদ হোসেন জনি (হেলিকপ্টার), সেলিম রেজা মিঠু (ডাল রেন্স)। সহসভাপতি পদে আসাদুজজামান সুমন (গরুর গাড়ী), আবু হাসান (আনারস), মারুফ হোসেন (বটগাছ), রতন অধিকারী (মই) রবিউল হোসেন লবিন (তবলা), ষষ্টি দত্ত (তরবারী), মো. হাদিউজ্জামান (চরকা)।
সাধারণ সম্পাদক পদে ইমান আলী (গোলাপফুল), আ. ওয়াদুদ (বাইসাইকেল), মোর্তজা হোসেন (ফুটবল)। যুগ্ম সাধারণ পদে মিজানুর রহমান মিজু (একতারা), রবিউল ইসলাম মিন্টু গাজী (মোরগ)। সহ সাধারণ সম্পাদক পদে কাবিবুর রহমান টুটুল (বালতি), কামরুল ইসলাম (হাতুড়ি), মুজিবর রহমান সরদার (হাঁস), রকিবুল হাসান ডাবলু (তালা), রফিকুল ইসলাম (ময়ুর), সেলিম রেজা (মোমবাতি), হারুনার রশিদ ফুলু (মাইক)। সাংগঠনিক সম্পাদক পদে টিপু সুলতান (কোদাল), রিয়াজ উদ্দিন (কলা)। প্রচার সম্পাদক পদে জাহাঙ্গীর হোসেন (কুলা), শেখ নান্টু (তীরধনুক), আ. রাজ্জাক (উট), আব্দুর রহমান মিন্টু (ঠেলাগাড়ি), আ. রহিম খাঁ বাবু (খেজুরগাছ)। কোষাধ্যক্ষ পদে কামাল হোসেন (হাতি), নজরুল ইসলাম (টেবিল ফ্যান), শহিদুল ইসলাম (স্লাইড রেন্স)। কার্যকরী সদস্য পদে মো. ইমরান (কুঁড়েঘর), মো. ইসরাফিল (হাতপাখা), এনায়েত হোসেন (দোয়েল পাখি), বি.এম এমদাদুল হক (চশমা), এরশাদ আলী (তারা), মো. আবদুল আজিজ (টেলিভিশন), আনোয়ার বিশ্বাস (পানির বোতল), আবু মুসা (কলস), আলী হুসাইন (বাস), আশরাফ হোসেন লিটু (ঈগল), আসিফ খান (বাঘ), মো. আসাদুজামান (দোয়াত কলম), মো. কামরুজ্জামান (চেয়ার), আবদুল করিম (কলম), আবুল কাশেম (গাভী), শেখ চঞ্চল (ঘোড়া), জাকির হোসেন (গামছা), জাহাঙ্গির হোসেন (চিংড়ি মাছ), জাহাঙ্গির হোসেন (প্রজাপতি), ডাবলু (কাপ পিরিচ), তরিকুল ইসলাম (ছাতা), মোহাম্মদ আলী (কাস্তে), মিজানুর রহমান (ঘুড়ি), মনিরুজ্জামান মনি (মটর সাইকেল), মনিরুল ইসলাম (টায়ার), খন্দকার মাসুদুজ্জামান (দেয়াল ঘড়ি), আব্দুর রউফ (পাখা), রাজু (রুইমাছ), রবিউল ইসলাম (আম), শিমুল বিশ্বাস (রিক্সা), শহিদুজ্জামান সহিদ (হরিণ), সাজ্জাত হোসেন মানিক (চাকা), হাফিজুর রহমান (ডাব)।