বিবি প্রতিবেদক
যশোর পৌর ভাঙ্গাচুরা সড়ক চলাচল উপযোগী করতে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে ব্যয়ে সংস্কার কাজ শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। আজ (শনিবার) শহরের কারবালা সড়কে সংস্কার কাজ উদ্বোধন করেন পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ।
যশোর পৌরসভার গুরুত্বপূর্ণ অন্তত ৮০টি সড়ক দীর্ঘদিন সংস্কার না করায় খানাখন্দের সৃষ্টি হয়। এতে দুর্ভোগ পোহাতে হয় চলাচলকারীদের। বিভিন্ন সময় এসব সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসী দাবি জানিয়ে আসছিল। সেই সাথে বাংলার ভোরসহ বিভিন্ন পত্রিকায় পৌর এলাকার সড়ক নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশ হয়।
যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী শিকদার মোকলেচুর রহমান জানান, গতকাল থেকে ৫০ লাখ টাকা ব্যয়ে সব ভাঙ্গা সড়ক সংস্কার কাজ শুরু করা হয়েছে। পৌরসভার মেয়র সংস্কার কাজের উদ্বোধন করেছেন। এ সময় নির্বাহী প্রকৌশলী শরিফ হাসান, সহকারী প্রকৌশলী কামাল আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী যুবাউর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পৌরসভা সূত্রে জানা গেছে, যশোর পৌরসভাতে প্রায় ৮০টি সড়কের অবস্থা নাজুক ছিল। এর মধ্যে গুরুত্বপূর্ণ যশোর ইনস্টিটিউটের সামনে থেকে পোস্ট অফিস পর্যন্ত অসংখ্য গর্তের সৃষ্টি হয়। সড়কটি দিয়ে কমপক্ষে পাঁচটি স্কুলের শিক্ষার্থীসহ অফিসগামী মানুষেরা যাতায়াত করেন। এছাড়া শাহ আব্দুল করিম রোডের (এমএম কলেজের সামনে) রুপকথার মোড় থেকে খড়কি কবরস্থান, খড়কি মোড় থেকে পীরবাড়ি পর্যন্ত সড়কটির অন্তত দেড় কিলোমিটার অংশ, শহরের গুরুদাশ বাবু লেন (পাইপপট্টি), বারান্দিপাড়া সড়ক, নীলগঞ্জ সড়ক, বেজপাড়া চোপদারপাড়া সড়ক, বেজপাড়া তালতলা মোড় থেকে শুরু হয়ে সরকারি হাঁস মুরগির খামারের সামনে, রেল সড়ক, শংকরপুর রেললাইন ও কেন্দ্রীয় বাস টার্মিনাল সড়ক, প্রগতি বালিকা বিদ্যালয় থেকে সম্মিলনী স্কুল সড়ক, আনসার-ভিডিপি ক্যাম্প, নীলগঞ্জ সড়ক, বারান্দিপাড়া সড়ক, সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের প্রধান ফটকের (দক্ষিণ গেট) পাশে খড়কি মোড়, শহরের বেজপাড়া চোপদারপাড়া সড়ক, বেজপাড়া তালতলা মোড় থেকে শুরু হয়ে সরকারি হাঁস মুরগির খামারের সামনে রেল সড়ক, আনসার-ভিডিপি ক্যাম্প (কার্যালয়) সড়ক উল্লেখযোগ্য।
যশোর পৌরসভা সূত্রে জানা গেছে, প্রায় তিন লাখ মানুষের জন্য পৌর এলাকায় মোট ৩শ কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে বিটুমিনের কার্পেটিং ১৮৮, সিমেন্ট-বালুর ঢালাই ৩০, ইট বিছানো ৫১ ও মাটির কাঁচা সড়ক রয়েছে ৩০ কিলোমিটার। এ ছাড়া সড়কের সঙ্গে পয়ঃনিষ্কাশন নালা রয়েছে মোট ২৫২ কিলোমিটার। এর মধ্যে আরসিসি (রড, ইট ও সিমেন্ট) ৫৫ ও ইটের তৈরি ৬১ কিলোমিটার নালা রয়েছে। যার মধ্যে ৩০ কিলোমিটার এখনো কাঁচা।
যশোর পৌরসভার মেয়র হায়দার গণি খান পলাশ বলেন, যেসব সড়কে গর্ত সৃষ্টি হয়েছে সেসব সড়কের সংস্কার কাজ গতকাল থেকে শুরু করা হয়েছে। সংস্কার কাজ শেষে হলে পৌর এলাকায় আর ভাঙ্গা বা গর্ত থাকবেনা।
শিরোনাম:
- যশোর সদর উপজেলা বিএনপির দুই নেতা বহিস্কার
- কয়লা ব্যবসার নামে প্রতারণা ১৭ লাখ টাকা আত্মসাৎ; গ্রেফতার ৪
- পাঁচটি নদীর উপরে নির্মাণাধীন আটটি সেতুর বিষয়ে সুরাহা হয়নি
- সাঁতার কোচ আব্দুল মান্নানকে সংবর্ধনা প্রদান
- বদলগাছীতে ভাঙা কালভার্টে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন- জনদূর্ভোগ চরমে!
- বহু লোক ডাকাতি চুরি করার পাঁয়তারা শুরু করেছে : মুজিবুর রহমান
- যশোরে সরকারি গুদামে আমন ধান সংগ্রহ ব্যর্থ
- মুক্তেশ্বরী নদীর জায়গা দখল স্বীকার আদ্-দ্বীনের