প্রতিবেদক
যশোরে তুচ্ছ ঘটনার জেরে আসিফ সরদার (২০) নামে এক কলেজ ছাত্রকে পিটিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। আজ (বৃহস্পতিবার) দুপুরে শহরতলী জামরুলতলা গোলদার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। তিনি যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল টেকনোলজি বিভাগের ৫ম বর্ষের ছাত্র ও ঝিনাইদহ বারোবাজারের ঘোপপাড়ার বাসিন্দা।
আহত আসিফ জানান, একই কলেজের ও বর্ষের ইলেক্ট্রিকাল বিভাগের ছাত্র আব্দুল আওয়ালের সাথে শহরতলী জামরুলতলার গোলদার মোড় এলাকার নান্নু মিয়ার ভাড়া বাসায় তারা একরুম নিয়ে ভাড়া থাকেন। বেশ কয়েকদিন তার সাথে আব্দুল আওয়ালের বনিবনা হচ্ছিল না। বৃহস্পতিবার দুপুরে তুচ্ছ ঘটনার জেরে তাকে লাঠি দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয় আবদুল আওয়াল। এ সময় তিনি অচেতন হয়ে পড়েন। পরে আশেপাশের লোকজন তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, তার মাথায়সহ ডান হাতে আঘাতের চিহ্ন রয়েছে। যেহেতু তার মাথায় আঘাত তাই ২৪ ঘন্টা পার না হলে কিছু বলা যাচ্ছে না। তার অবস্থা আশংকাজনক।
শিরোনাম:
- শার্শার গোগা ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত
- যশোরে সবজির বাজার চড়া হলেও ইলিশের গায়ে আগুন
- যশোরে এসিড হামলার শিকার পরিবারের পাশে তারেক রহমান
- জুলাই বিপ্লবের শিশু যোদ্ধাদের সম্মানে মৌসুমী ফলের আসর
- অ্যাড. নূরে আলম সিদ্দিকী সোহাগের মতবিনিময় শনিবার
- নতুন বাংলাদেশ বিনির্মাণে ভোটের অধিকার নিশ্চিত করতে হবে
- যশোরে জাতীয় হিন্দু মহাজোটের মানববন্ধন
- ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিতয় জাতীয় নির্বাচনে জনগণের সমর্থন চায় জামায়াত -অধ্যাপক গোলাম রসুল