চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছায় অজ্ঞান পার্টির লাড্ডু খেয়ে সবুজ হোসেন (৩০) নামে এক যুবক সর্বস্ব খুইয়েছেন।আজ (শুক্রবার) বিকেলে চৌগাছা বাসস্ট্যান্ডে ভুক্তভোগীকে দেখে স্থানীয় লোকজন প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করলে তার জ্ঞান ফিরে আসে। পরে তাকে চৌগাছা হাসপাতালে ভর্তি করা হয়।
জ্ঞোন ফেরার পর ভুক্তভোগী সবুজ হোসেন জানান, তার বাড়ি মহেশপুর উপজেলার নওদাগাঁ বুজতলা গ্রামে। তিনি গতকাল দুপুরে গরু কেনার জন্য চৌগাছা পশুর হাটের উদ্দেশে রওনা হন। মহেশপুর বাসস্ট্যান্ড থেকে তিনি চৌগাছার যাত্রীবাহী বাসে ওঠেন। বাসের পাশের সিটে অপরিচিত লোক এসে তার পাশে বসেন।
পথিমধ্যে ঝাউতলা ইটভাটা এলাকায় বাসটি পৌঁছলে কৌশলে একটি লাড্ডু খাওয়ান ওই অপরিচিত লোকটি।
তিনি আরো জানান, অপরিচিত লোকটির সঙ্গে আরো একজন লোক ছিল। লাড্ডু খাওয়ার পর তিনি আর কিছু বলতে পারেন না। পরবর্তী সময়ে জ্ঞান ফিরলে তিনি জানতে পারেন, পশুর হাট ছাড়িয়ে চৌগাছা বাসস্ট্যান্ডে আছেন। একই সঙ্গে গরু কেনার ৮০ হাজার টাকাও তার কাছে নেই।
ব্যবসায়ী ইউছুপ আলী, মহনসহ অনেকে জানান, অজ্ঞান অবস্থায় বাস থেকে কে বা কারা লোকটিকে মেইন বাসস্ট্যান্ডে নামিয়ে দেয়। লোকটির অস্বাভাবিক অবস্থা দেখে আমরা সহযোগিতা করি। প্রাথমিক চিকিৎসার পর লোকটির জ্ঞান ফিরলে আমরা জানতে পারি, তিনি অজ্ঞান পার্টির কবলে পড়েছেন। বর্তমানে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
থানার এসআই লোকমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা জানার পরপরই পুলিশ সেখানে গেছে। বিষয়টি খোঁজখবর নেয়া হচ্ছে।
শিরোনাম:
- যশোর জেনারেল হাসপাতালে দুদকের অভিযান
- যশোরে বেড়েছে খুন-ধর্ষণ, আইনশৃংখলা উদ্বেগজনক
- যশোরে দ্বন্দ্ব সংবেদনশীলতা ও রূপান্তর বিষয়ক কর্মশালা শুরু
- জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ নড়াইলকে দুই গোল যশোরের
- এবার যশোরে ৭০৫টি শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি
- সুন্দরবনের সাগরে নিখোঁজ মাহিদের মরদেহ উদ্ধার
- শ্যামনগর ইউএনও’র বদলি আদেশ প্রত্যাহার দাবিতে মানববন্ধন
- মানসিক সুস্থতা এবং আসক্তি প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম