রাজগঞ্জ প্রতিনিধি
মণিরামপুর উপজেলার রাজগঞ্জের চালুয়াহাটি ইউনিয়ন বঙ্গবন্ধু ভাসমান সেতু সংলগ্ন দোকানে আগুনে দোকাসহ পুড়ে ছাই হয়েছেন দোকান মালিক। এ সময় পিতাকে বাঁচাতে গিয়ে দগ্ধ হয়েছেন পুত্র।
জানা গেছে, আজ (শনিবার) ভোর সাড়ে চারটার দিকে বঙ্গবন্ধু ভাসমান সেতু সংলগ্ন ওই দোকানে আগুন লাগে। এ সময় দোকানে ঘুমিয়ে ছিলেন প্রতিবন্ধী ব্যবসায়ী কালিপদ বিশ্বাস (৫০)। পায়ের সমস্যা থাকায় আগুন লাগলেও সময়মত সরতে না পারায় আগুনে পুড়ে মারা যান ওই ব্যবসায়ী। মৃতের বাড়ি চালুয়াহাটি ইউনিয়নের বাঞ্ছারামপুর গ্রামে। আগুনের ঘটনা টের পেয়ে স্থানীয়দের সাথে আগুন নেভানোর চেষ্টা ও পিতাকে বাঁচানোর চেষ্টা করেন যশোর পলিটেকনিক কলেজের ছাত্র অমিত বিশ্বাস। এ সময় তিনিও দগ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।
সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসেন মণিরামপুর ফায়ার সার্ভিস ও এএসপি সার্কেল অফিসার আবু দাউদ ও রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর বানী ইসরাইল, ঝাঁপা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সনজিতসহ পুলিশ প্রশাসনের সদস্যরা।
নিহতের বড়দা নিমাই বিশ্বাস বলেন, মৃত কালিপদর এক ছেলে, এক মেয়ে ও স্ত্রী রয়েছে। সে ইতিপূর্বে মটরসাইকেল ভাড়া চালিয়ে জীবিকা নির্বাহকালে সড়ক দুর্ঘটনায় একটি পা হারিয়ে প্রতিবন্ধী হয়ে পড়েন। ভাসমান সেতু এলাকায় চায়ের সাথে মুদি দোকান চালাতেন। প্রতিবন্ধী হওয়ায় চলাচলের সমস্যা থাকায় দোকানেই ঘুমাতেন তিনি।
নিহতের অপর ভাই পরিতোষ বিশ্বাস বলেন, কালিপদ রাত দুটো পর্যন্ত গ্রামের যজ্ঞানুষ্ঠানে ছিল। সেখান থেকে দোকানে এসে ঘুমিয়ে পড়ে। তিনি আরো বলেন, প্রতিবেশি বিনয়ের স্ত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হয়ে দাদার দোকানে আগুন জ্বলতে দেখে আর্তচিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসলেও মুহূর্তেই সব পুড়ে ছাই হয়ে যায়। এ সময় পিতাকে বাঁচাতে আগুনে ঝাঁপ দেয় নিহতের ছেলে অমিত বিশ্বাস (২০)। আগুনে দগ্ধ হওয়া ছেলে অমিতকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠায় স্থানীয়রা।
এ বিষয়ে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর বানী ইসরাইল বলেন, কোথা থেকে আগুনের সুত্রপাত হয়েছে তা নির্দিষ্ট করা বলা যাচ্ছে না।
এদিকে অস্বাভাবিক মৃত্যুতে নিহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে ছুটে আসেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, অন্যতম সিনিয়র সদস্য সন্দীপ ঘোষ, চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম মিলন, আব্দুল হাই, চালুয়াহাটি ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার, ইউনিয়ন আওয়ামী লীগের নেতা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণীর কর্মকর্তা সামসুর রহমান খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শিরোনাম:
- আলুর দাম লাগামহীন ভোক্তার নাভিশ্বাস
- শীতে ফুটপাতে গরম কাপড় বিক্রির ধুম
- একটা সংস্কার কমিটি দিয়ে সংবিধান সংস্কার সম্ভব না: মির্জা ফখরুল
- নিখোঁজের ৩ দিন পর কপোতাক্ষ নদে মিলল বৃদ্ধার মরদেহ
- কৃষ্ণনগরে আরাফাত কোকো স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন রতনপুর
- পাখির সাথে মানুষের ভালোবাসার গল্প !
- সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব রাখবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
- যশোর মটর পার্টস ব্যবসায়ী সমিতির নির্বাচন সংস্কার ও উন্নয়ন পরিষদের পক্ষে ২৭টি মনোনয়নপত্র ক্রয়