প্রতিবেদক
গতকাল সকালে যশোর শহরতলীর ধর্মতলা জনতা স’মিলের সামনে পাওনা টাকা চাওয়ায় শেখ রিপন হোসেন (৪৫) নামে এক চা দোকানিকে ছুরিকাঘাত করা হয়েছে। তিনি সদরের আরবপুর খোলাডাংগা এলাকার বাসিন্দা।
আহত রিপন জানান, সদরের ধর্মতলা জনতা স’মিলের সামনে তার চায়ের দোকান থেকে সুমন হোসেন, রিমন হোসেন ও মামুন ক নিয়মিত বাকিতে চা-সিগারেট নেন। পুনরায় তারা গতকাল বাকিতে চা সিগারেট নিতে চাইলে তিনি দিতে অস্বীকৃতি জানান। এ সময় সুমন হোসেন, রিমন হোসেন ও মামুনসহ আরো দুই থেকে তিনজন তার দোকান ভাঙচুর করেন। এতে বাধা দিলে তারা তাকে ছুরিকাঘাত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিব মোহাম্মদ আলী হাসান জানান, তার বাম হাতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা আশংকামুক্ত।
শিরোনাম:
- শার্শা বিএনপির দুই নেতা বহিস্কার
- যশোরে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ, সরবরাহ নেই কলেরা স্যালাইনের
- ক্রীড়া সংগঠক শহীদ আহমেদ স্মরণে দোয়া
- ফেরোমন ইণ্ডাস্ট্রিজের মাঠ দিবস
- যশোরে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ
- রহিমার প্রেমের টানে নিভৃতপল্লীর বাসিন্দা আমেরিকার মার্ক হোগল
- শার্শায় সংখ্যালঘুর বসতভিটা দখলে মরিয়া দুই নেতা!
- খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল