প্রতিবেদক
গতকাল সকালে যশোর শহরতলীর ধর্মতলা জনতা স’মিলের সামনে পাওনা টাকা চাওয়ায় শেখ রিপন হোসেন (৪৫) নামে এক চা দোকানিকে ছুরিকাঘাত করা হয়েছে। তিনি সদরের আরবপুর খোলাডাংগা এলাকার বাসিন্দা।
আহত রিপন জানান, সদরের ধর্মতলা জনতা স’মিলের সামনে তার চায়ের দোকান থেকে সুমন হোসেন, রিমন হোসেন ও মামুন ক নিয়মিত বাকিতে চা-সিগারেট নেন। পুনরায় তারা গতকাল বাকিতে চা সিগারেট নিতে চাইলে তিনি দিতে অস্বীকৃতি জানান। এ সময় সুমন হোসেন, রিমন হোসেন ও মামুনসহ আরো দুই থেকে তিনজন তার দোকান ভাঙচুর করেন। এতে বাধা দিলে তারা তাকে ছুরিকাঘাত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিব মোহাম্মদ আলী হাসান জানান, তার বাম হাতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা আশংকামুক্ত।
শিরোনাম:
- যশোর জেনারেল হাসপাতালে দুদকের অভিযান
- যশোরে বেড়েছে খুন-ধর্ষণ, আইনশৃংখলা উদ্বেগজনক
- যশোরে দ্বন্দ্ব সংবেদনশীলতা ও রূপান্তর বিষয়ক কর্মশালা শুরু
- জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ নড়াইলকে দুই গোল যশোরের
- এবার যশোরে ৭০৫টি শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি
- সুন্দরবনের সাগরে নিখোঁজ মাহিদের মরদেহ উদ্ধার
- শ্যামনগর ইউএনও’র বদলি আদেশ প্রত্যাহার দাবিতে মানববন্ধন
- মানসিক সুস্থতা এবং আসক্তি প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম