কেশবপুর প্রতিনিধি
যশোর জেলার কেশবপুরে বন্ধু কল্যাণ সমিতির পরিচালক আসাদুজ্জামান খান আসলাম ও তিতাস দে কর্তৃক গ্রাহকদের সাথে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। অর্থ ফেরত পেতে ভুক্তভোগী গ্রাহকরা কেশবপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায় কেশবপুরের মধ্যকুলের বাসিন্দা আসাদুজ্জামান খান আসলাম ও সাহাপাড়ার বাসিন্দা তিতাস দে ২০০৮ সালে বন্ধু কল্যাণ সমিতি খুলে পাঁচ বছর মেয়াদি ডিপিএস চালু করে। গ্রাহকরা সমিতির নিয়ম কানুন শুনে ২০১৭ সালে বন্ধু কল্যাণ সমিতির সদস্য হন এবং নিয়মিত টাকা জমা দেন। ২০২২ সালে তাদের ডিপিএস এর মেয়াদ শেষ হয়। মেয়াদ শেষে ভুক্তভোগী গ্রাহকরা বন্ধু কল্যাণ সমিতির অফিসে টাকার জন্য বই জমা দেন। কিন্তু সমিতির পরিচালক তাদের পাওনা টাকা ফেরত না দিয়ে বিভিন্ন ধরনের তালবাহনা করতে থাকে। একপর্যায়ে সমিতির পরিচালক আসাদুজ্জামান খান আসলাম ভুক্তভোগী গ্রাহকদের পাওনা টাকা ফেরত দিবে বলে ভুক্তভোগী ও স্বাক্ষীদের উপস্থিতিতে ১৫০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার করেন। তারপরও টাকা ফেরত না দিয়ে বিভিন্ন ধরনের তালবাহানা করতে থাকে। বাধ্য হয়ে ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী অফিসার কাছে আবেদন করেছে।
সমিতির গ্রাহক আমিনুর ইসলাম ছয় লাখ টাকা, দীপঙ্কর নন্দন দুই লাখ টাকা, গৌতম চৌধুরী পাঁচ লাখ টাকা, সমীর চৌধুরী দুই লাখ টাকা, আলমগীর সিদ্দিক এক লাখ টাকা, শেখর সাহা দুই লাখ, প্রশান্ত দে ছয় লাখ টাকা, মাসুদুজ্জামান দুই লাখ, রাজিব বিশ্বাস দুই লাখ, মুরাদ হোসেন দুই লাখ, গোপাল সেনদুই লাখ, আব্দুল হালিম এক লাখ টাকা, আলী হাসান এক লাখ টাকা, দিপ্ত সরকার দুই লাখ টাকা, পলাশ নন্দন দুই লাখ, আবুল কাশেম ছাব্বিশ হাজার, আব্দুল কুদ্দুস এক লাখ টাকা, মতিয়ার রহমান এক লাখ, সুবাস সেন এক লাখ, শংকর ব্যানার্জি ষাট হাজার, তাপস পাল পঞ্চাশ হাজার টাকা। সর্বমোট তিতাল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আত্মসাত করেছে।
এ বিষয়ে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে। এছাড়া কেশবপুরের বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুজ্জামান কাছ থেকে ২৫ লাখ টাকা হাওলাত নিয়ে বিভিন্নভাবে প্রতারণা করে। ওই ঘটনায় আশরাফুজ্জামান দুটি মামলা করেছেন যার নাম্বার এসসি-৩৭৩ ও এসসি-৭৫৪।
এ বিষয়ে আসাদুজ্জামান খান আসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।
শিরোনাম:
- যশোর জেনারেল হাসপাতালে দুদকের অভিযান
- যশোরে বেড়েছে খুন-ধর্ষণ, আইনশৃংখলা উদ্বেগজনক
- যশোরে দ্বন্দ্ব সংবেদনশীলতা ও রূপান্তর বিষয়ক কর্মশালা শুরু
- জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ নড়াইলকে দুই গোল যশোরের
- এবার যশোরে ৭০৫টি শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি
- সুন্দরবনের সাগরে নিখোঁজ মাহিদের মরদেহ উদ্ধার
- শ্যামনগর ইউএনও’র বদলি আদেশ প্রত্যাহার দাবিতে মানববন্ধন
- মানসিক সুস্থতা এবং আসক্তি প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম