বাংলার ভোর প্রতিবেদক
বুধবার রাতে শহরের পালবাড়ী ঘোষপাড়া কাঁচা বাজারস্থ জনৈক ওয়াহিদুর রহমানের ৫ম তলা ভবনের নিচতলায় হাইনেট ব্রান্ড নামক অফিস পৌর সভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন মিলনের রাজনৈতিক অফিসে মদ পান করার অভিযোগে কাউন্সিলরসহ তার ৪ সহযোগী গ্রেফতারের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে।
বুধবার রাতে মামলাটি করেন কোতয়ালি থানার এসআই অমিত কুমার দাস। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। এরা হলো, যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়া মানিকতলা বর্তমানে পুরাতন কসবা কাঠালতলা এলাকার জাহিদ হোসেন মিলন ওরফে টাক মিলন, সহযোগী শহরের পুরাতন কসবা পুলিশ লাইন্স টালীখোলার শেখ দস্তগীর হোসেন উজ্জ্বল ও মারুফুজ্জামান এবং পুরাতন কসবা কদমতলার শফিকুল ইসলাম। গ্রেফতারকৃতদের দখল হতে ৩ বোতল বিদেশি মদ ও মদ পানের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেয়া হয়েছে।
কোতয়ালি থানার এসআই মামলার বাদী অমিত কুমার দাস বলেছেন, ১৪ ফেব্রুয়ারী সন্ধ্যায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করার সময় গোপন সূত্রে খবর পান উল্লেখিত স্থানে ৪নং ওয়ার্ড কাউন্সিলর তার রাজনৈতিক অফিস কক্ষে কমিশনার জাহিত হোসেন মিলন ওরফে টাক মিলনসহ তার সহযোগী উল্লেখিতরা মাদক সেবন করে মাতলামী করছে। ওই সংবাদের ভিত্তিতে সেখানে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে তারা পালানোর চেষ্টার এক পর্যায় গ্রেফতার হয়।
শিরোনাম:
- নেতাকর্মীদের পদচারনায় মুখরিত যশোর বিএনপির কার্যালয়
- ঝিকরগাছায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় নেতাদের ঐক্যের ডাক
- তালার ধানদিয়া ইউনিয়ন সম্মেলন হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে : হাবিব
- শার্শায় বিদ্যুৎস্পষ্টে শিক্ষার্থীর মৃত্যু
- শার্শা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় আটক ৪
- সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত রাঙ্গা বাহিনীর ২ সহযোগী আটক : উদ্ধার জিম্মি ৯ জেলে
- ডাকসুর মতোই সুষ্ঠু হবে জাতীয় নির্বাচন : শফিকুল আলম
- পূজোয় বড় চমক নিয়ে আসছেন মনামী