বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী ৯ নম্বর ওয়ার্ডে মতবিনিময় করেছেন।
আজ (শুক্রবার) সন্ধ্যায় আরবপুর ইউনিয়নের মালঞ্চী ও দূর্গাপুর গ্রামের স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান চুন্নু, ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মামুনুর রশিদ, ৯নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, দেয়াড়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জাফর ইকবাল, দেয়াড়া ইউনিয়ন স্বেচ্ছা সেবকলীগের আহ্বায়ক সেলিম রেজা, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পী, সদর যুবলীগের সাবেক সদস্য রোস্তম আলী, চাঁচড়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সাজ্জাত হোসেন বাবু প্রমুখ।
বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের শংকরপুর জিরোপয়েন্ট এলাকায় স্থানীয় নেতৃবৃন্দের সাথে তিনি মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসাদুজ্জামান বাবুল, জেলা আওয়ামী লীগের সদস্য কামাল হোসেন, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন মিঠু, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রবিউল ইসলাম রবি, পৌর কৃষকলীগের সভাপতি আব্দুর রউফ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান, ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইব্রাহীম হোসেন প্রমুখ।
শিরোনাম:
- যশোর জেনারেল হাসপাতালে দুদকের অভিযান
- যশোরে বেড়েছে খুন-ধর্ষণ, আইনশৃংখলা উদ্বেগজনক
- যশোরে দ্বন্দ্ব সংবেদনশীলতা ও রূপান্তর বিষয়ক কর্মশালা শুরু
- জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ নড়াইলকে দুই গোল যশোরের
- এবার যশোরে ৭০৫টি শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি
- সুন্দরবনের সাগরে নিখোঁজ মাহিদের মরদেহ উদ্ধার
- শ্যামনগর ইউএনও’র বদলি আদেশ প্রত্যাহার দাবিতে মানববন্ধন
- মানসিক সুস্থতা এবং আসক্তি প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম