বাংলার ভোর প্রতিবেদক
যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আকাশ হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে যশোর শহরের শংকরপুর বটতলা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আকাশ হোসেন শংকরপুরের তোতা মিয়ার ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে আটক ব্যক্তিদের নাম প্রকাশ করেনি পুলিশ। এই ঘটনায় বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মামলা করেনি ভুক্তভোগী পরিবার। তবে এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, নিহত আকাশের স্বজনেরা বলেন, ফেসবুকে একটি পোস্টে মন্তব্য করা নিয়ে একই এলাকার তানভিরের সঙ্গে তার বিরোধ ছিল। এ নিয়ে তানভির তাকে হত্যার হুমকিও দিয়েছিলেন।
নিহত আকাশের স্ত্রী জানান, ফেসবুকে একটি পোস্টে কমেন্ট করা নিয়ে একই এলাকার তানভিরের সঙ্গে তার বিরোধ চলে আসছিল। তানভির তার স্বামী আকাশকে হোয়াটাসঅ্যাপে হত্যার হুমকি দেয়। মঙ্গলবার মধ্যরাতে তাকে ফোনে ডেকে নিয়ে যান একই এলাকার সাব্বির ও তানভির। এরপর তাদের সহযোগীরা বেধড়ক মারধর ও ছুরিকাঘাত করে ফেলে রেখে যান। স্থানীয়রা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুর রহমান জানান, গুরুতর অবস্থায় আকাশকে রাত ১টা ৩৫ মিনিটে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। নিহতের গলায় ছুরিকাঘাতের চিহ্ন ছিল।
এ বিষয়ে জানতে চাইলে যশোরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। আসামিদের আটকে পুলিশে একাধিক টিম কাজ করছে।
নিহত আকাশের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় চুরি ও ছিনতাইসহ একাধিক অভিযোগ রয়েছে।